বাংলাদেশের-সামাজিক-পরিবর্তন – এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 195

অণুজীব

 

বাংলাদেশের-সামাজিক-পরিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 195

1941. সামাজিক পরিবর্তনে শিল্পায়নের প্রভাব হলো –

  1. শহর ও নগরের সংখ্যা বৃদ্ধি
  2. অর্থনৈতিক পরনির্ভরশীলতা বৃদ্ধি
  3. উন্নয়ন প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ

1942. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  1. বেইজিং
  2. সোফিয়া
  3. ব্রাসেলস
  4. টোকিও

1943. প্রযুক্তির প্রসারে অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির পাশাপাশি বিপরীতমুখী সমস্যা হিসেবে সৃষ্টি হয় –

  1. সন্ত্রাস
  2. বেকারত্ব
  3. হানাহানি

1944. ‘মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন’ – উক্তিটি কার?

  1. ম্যাকাইভার
  2. কিংসলে ডেভিস
  3. পেজ
  4. কোঁৎ

1945. শিক্ষাক্ষেত্রে নারীদের আগের অবস্থানের চেয়ে বর্তমান অবস্থান কেমন?

  1. তেমন অগ্রসর নয়
  2. একই অবস্থা বিরাজমান
  3. যথেষ্ট অগ্রসর
  4. সামান্য অগ্রসর

1946. কোন সময় বাংলার শাসনব্যবস্থার ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব দেখা যায়?

  1. ব্রিটিশ শাসনামলে
  2. সুলতানি শাসনামলে
  3. পাকিস্তানি শাসনামলে
  4. মোঘল শাসনামলে

1947. দেশে প্রযুক্তি বিদ্যার ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন সংগঠন গড়ে উঠেছে?

  1. ইউনিয়ন পরিষদ
  2. পল্লি বিদ্যুৎ
  3. পল্লি উন্নয়ন সংস্থা
  4. ব্যাংকিং সংস্থা

1948. বাংলাদেশের সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়েছে –

  1. শিক্ষা
  2. প্রযুক্তি
  3. যোগাযোগ

1949. “সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন” – কথাটি কে বলেছেন?

  1. মরিস জিন্সবার্গ
  2. কিংসলে ডেভিস
  3. ডুর্খেইম
  4. রেডক্লিফ ব্রাউন

1950. স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কর্মসংস্থান, উৎপাদন ও জাতীয় আর্ন বৃদ্ধির মূল কারণ কোনটি?

  1. নগরায়ণ
  2. শিল্পায়ন
  3. নারীর ক্ষমতায়ন
  4. শ্রম সৃষ্টি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline