বাংলাদেশের সামাজিক পরিবর্তন – এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি – কুইজ মডেল টেস্ট অনুশীলন
1921. জনসংখ্যার ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান – এগুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
- জৈবিক
- আত্মিক
- জড়
- বৈষয়িক
1922. সামাজিক পরিবর্তনের গতি নিয়ন্ত্রিত হয় অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে, প্রাকৃতিক নিয়মে এবং রাজনৈতিক নির্দেশনার মাধ্যমে। তাই সামাজিক পরিবর্তনের ফল সম্পর্কে প্রযোজ্য –
- সমাজের দ্রুত পরিবর্তন হচ্ছে
- সমাজের সাথে মানবাচারেও পরিবর্তন ঘটছে
- সামাজিক প্রথার কখনো বিলুপ্তি ঘটে না
A,B
1923. কোনটি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের আওতায় পড়ে?
- পোশাক শিল্পকারখানায় চাকরি
- শিক্ষকতা
- টেইলারিং
- ডাক্তারি
1924. সামাজিক পরিবর্তন গভীরভাবে প্রভাবিত করে –
- প্রতিবেশী দ্বারা
- পরিবার দ্বারা
- পরিবেশ দ্বারা
A,C
1925. বিজ্ঞানের প্রায়োগিক দিককে কী বলা হয়?
- উন্নতি
- প্রযুক্তি
- জ্ঞান
- বুদ্ধি
1926. শিক্ষা দূর করে –
- অজ্ঞতা
- কুসংস্কার
- প্রাকৃতিক দুর্যোগ
A,B
1927. কোনটি সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান?
- আধুনিক যন্ত্র
- ইন্টারনেট
- কম্পিউটার
- টর্নেডো
1928. বাংলাদেশের নারীশিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো –
- বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
- মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা
- উপবৃত্তি কার্যক্রমের প্রভাব
A,B,C
1929. বাংলাদেশে নারীশিক্ষার প্রত্যক্ষ ফল কী?
- নারী উন্নয়ন
- নারী এখন স্বাধীন
- নারী ও পুরুষ সমান
- নারীর অধিকার বাস্তবায়ন
1930. বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
- গৌতম বুদ্ধ
- যীশু খ্রিষ্ট
- অতীশ দীপঙ্কর
- নানক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের সামাজিক পরিবর্তন - এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 193"