৩৮ তম বিসিএস প্রিলিমিনারিমিনারি প্রস্তুতি-
——-
বাংলাদেশের প্রথম-
1. প্রথম নোবেল বিজয়ী> ড.মহম্মদ ইউনুস
2. রণতরী– বি এন এস পদ্মা
3. পতাকা উত্তলন – – ২ মার্চ১৯৭১
4. মুদ্রা চালু হয়– ৪ মার্চ ১৯৭২
5. বিমান চালু হয়– ৪ ফেব্রুয়ারি ১৯৭২
6. বিশ্ববিদ্যালয়–ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
7. নির্বাচন কমিশনার–বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
8. বাংলা ছায়াছবি– মুখ ও মুখোশ(১৯৫৬)
9. বিমানবাহিনী প্রধান– একে খন্দকার
10. নারী পাইলট– কানিজ ফাতেমা রোকসানা।
11.বানিজ্য জাহাজ– বাংলার দূত
১২.নারী উপাচার্য– ফারজানা ইসলাম
১৩.এভারেস্ট জয়ী> মুসা ইব্রাহিম
১৪. নারী এভারেস্ট জয়ী> নিশাত মজুমদার
১৫. নারী স্পিকার> শিরিন শারমিন চৌধূরী
১৬সেনাবাহিনী প্রধান> জেনারেল এমএজি ওসমানী
১৭. জাতীয় অধ্যাপক> শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৮. নিরক্ষরমুক্ত জেলা. > মাগুড়া
১৯. নিরক্ষরমুক্ত গ্রাম> কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)
২০. স্বাধীন জেলা> যশোর
২১. ডিজিটাল জেলা> যশোর
২২. ওয়াইফাই নগরী> সিলেট
২৩. প্রথম শিক্ষা কমিশন> কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)
২৪.মহিলা পুলিশ নিয়োগ> ১৯৭৬
২৫.প্রথম ভাসমান হাসপাতালের নাম> জীবন তরী
২৬. টেস্টটিউব শিশুর মা > ফিরোজা বেগম
২৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী > ড.মহম্মদ ইউনুস
২৮. প্রেসিডেন্ট> শেখ মুজিবুর রহমান
২৯. প্রধানমন্ত্রী > তাজউদ্দিন আহমেদ
৩০. নারী প্রধানমন্ত্রী > বেগম খালেদা জিয়া
৩১.মহিলা জাতীয় অধ্যাপক> ড.সুফিয়া কামাল
৩২.প্রধান বিচারপতি> এ এস এম সায়েম
৩৩. গর্ভনর> এ এন এম হামিদুল্লাহ
৩৪.সংসদ নির্বাচন> ৭ মার্চ, ১৯৭৩
৩৫. কারা প্রশিক্ষণ একাডেমি> রাজশাহী
৩৬.উপগ্রহ ভুকেন্দ্র> বেতবুনিয়া, রাঙ্গামাটি
৩৭.নারী কারাগার> কাশিমপুর , গাজীপুর
৩৮. অভিনেত্রী> পূর্ণিমা সেনগুপ্ত
৩৯. মহিলা ডাক্তার> জোহরা বেগম কাজী
৪০. ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি> স্যার এফ রহমান
৪১.প্রথম অলিম্পিক অংশগ্রহণ> ১৯৮৪ ,লসএঞ্জেলস
৪২. সংস্থার সদস্য> কমনওয়েলথ
৪৩.পতাকা উত্তোলন কারী> আ স ম আবদুর রব
৪৪.পিএসসির নারী চেয়ারম্যান> জেড এন তাহমিদা গেম
৪৫. নারী কূটনৈতিক> তাহমিনা খান ডলি
৪৬. নারী রাষ্ট্রদূত> মাহমুদা বেগম
৪৭. গণপরিষদের স্পিকার> শাহ আব্দুল হামিদ
৪৮. জাতীয় সংসদের স্পিকার > মোহাম্মদ উল্লাহ
৪৯. বাংলা একাডেমীর নারী মহাপরিচালক> ড. নীলিমা ইব্রাহিম
৫০. টাকা ও মুদ্রার নকশাকার> কেজি মুস্তফা
৫১. ৗষধ পার্ক > গজারিয়া
৫২.টেস্ট খেলার মর্যাদা> ২৬জুন, ২০০০
৫৩. ওয়াডে খেলার মর্যাদা> ১৯৯৭
৫৪.মানচিত্র খচিত পতাকার নকশাকার> শিব নারায়ণ দাশ
৫৫. বর্তমান পতাকার নকশাকার > কামরুল হাসান
৬৬.বিদেশী মিশনে পতাকা উত্তোলন> কলকাতা> আবুল হোসেন
৬৭.জাতীয় পতাকাকে সরকারি গৃহীত > ১৭জানু, ১৯৭২
৬৮. ফ্রান্সের শেভালিয়র (নাইট) উপাধি পান> পার্থ প্রতীম মজুমদার
৬৯. সার্কের প্রথম মহাসচিব> আবুল হাসান
৭০. প্রথম জাদুঘর > বরেন্দ্র জাদুঘর
৭১. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি> হুমায়ুন রশীদ চৌধুরী
৭২.একমাত্র পুলিশ একাডেমী> সারদা , রাজশাহী
৭৩.মহিলা পুলিশ নিয়োগ> ১৯৭6
৭৪.বয়স্ক ভাতা চালু> ১৯৯৮
৭৫.ডাক টিকেটের ডিজাইনার> বিমান মল্লিক
৭৬. ডাক টিকেটে কিসের ছবি ছিল> শহীদ মিনারের
বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু
একাডেমির নাম এবং অবস্থান..
✿
——-✿
১/ বাংলা একাডেমি→ বর্ধমান হাউজ,
ঢাকা
২/ মিলিটারি একাডেমি→
ভাটিয়ারী,
চট্টগ্রাম
৩/ মেরিন একাডেমি→ জলদিয়া,
চট্টগ্রাম
৪/ নেভাল একাডেমি→ পতেঙ্গা,
চট্টগ্রাম
৫/ পুলিশ একাডেমি→ সারদা,
রাজশাহী
৬/ আনসার একাডেমি→ সফিপুর,
গাজীপুর
৭/ পোস্টাল একাডেমি→ রাজশাহী
৮/ প্রাথমিক শিক্ষা একাডেমি→
ময়মনসিংহ
দেখে নিন এক পলক পরীক্ষায় এমন প্রশ্নই আসে..
১/ রেশম — রাজশাহী
২/ আম—– চাঁপাইনবাবগঞ্জ
৩/ চা—– শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৪/ তাঁত —- কক্সবাজার
৫/ মসলা— বগুড়া
৬/ চিংড়ি— বাগেরহাট
৭/ মাছ— চাঁদপুর (লোনা), ময়মনসিংহ (স্বাদু)
৮/ গবাদি পশু— সাভার, ঢাকা
৯/ মহিষ—- বাগেরহাট
১০/ ছাগল— সিলেট
১১/ হরিণ— ডুলাহাজরা, কক্সবাজার
১২/ পাট—মানিকগঞ্জ
১৩/ ইক্ষু— ঈশ্বরদী, পাবনা
১৪/ ডাল—- ঈশ্বরদী, পাবনা
==
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
__ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
__লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব
বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন
__লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
— স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
–লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
— লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
–লর্ড হার্ডিঞ্জ
১৪..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন–
— শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন–
— হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন
— খাজা নাজিম উদ্দিন
=
বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন স্থান
1.বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
1.উঃ পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
2.মহাস্থানগড় কোথায় অবস্থিত?
2.উঃ বগুড়া জেলায়।
3.খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
3.উঃ মহাস্থানগড়।
4.বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
4.উঃ মহাস্থানগড়।
5.বৈরাগীর চাল কোথায় অবস্থিত?
.উঃ গাজিপুর জেলায়।
6.আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?
6.উঃ কুমিল্লার ময়নামতিতে।
7.রামুমন্দির কোথায় অবস্থিত?
.উঃ কক্সবাজারের রামু থানায়।
8.উত্তরা গনভবন কোথায়?
8.উঃ নাটোর জেলায়।
9.কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
9.উঃ দিনাজপুর।
10.বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
10.উঃ রাজশাহীতে।
11.পানাম নগর কোথায় অবস্থিত?
11.উঃ সোনারগাঁয়ে।
12.আফগান দুর্গ কোথায় অবস্থিত?
.উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
13.আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
.উঃ নবাব আব্দুল গনি।
14.মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উঃ মৌর্য যুগের।
15.সোমপুর বিহার কোথায় অবস্থিত?
15.উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
16.পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?
16.উঃ সোমপুর বিহার।
17.সোমপুর বিহার কে তৈরী করেন?
17.উঃ শ্রী ধর্মপাল দেব।
18.সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?
18.উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।
19.শালবন বিহার কোথায় অবস্থিত?
.উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।
20.শালবন বিহার কে তৈরী করেন?
.উঃ রাজাধিরাজ ভবদেব।
21.আনন্দ বিহার কোথায় অবস্থিত?
.উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
22.আনন্দ বিহার কে তৈরী করেন?
.উঃ রাজা আনন্দ দেব।
23.বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
.উঃ সীতাকোট বিহার।
24.সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
25.সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
25.উঃ মূঘল আমলে।
26.বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?
.উঃ ঈশা খাঁ।
27.সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?
.উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
28.সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
.উঃ মহাস্থানগড়।
29.পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
.উঃ সোনারগাঁতে।
30.বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁতে।
31.সোনারগাঁয়ের পূর্ব নাম কি?
.উঃ সুবর্ণ গ্রাম।
32.ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?
.উঃ ১৬১০ সালে।
33.বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
.উঃ সুবেদার ইসলাম খান।
34.তারা মসজিদ কোথায় অবস্থিত?
.উঃ পুরানো ঢাকায়।
35.বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
36.মুজিব নগর কোথায় অবস্থিত?
.উঃ মেহেরপুর জেলায়।
37.মহামুনি বিহার কোথায় অবস্থিত?
.উঃ চট্টগ্রামের রাউজানে।
38.ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
.উঃ বাগেরহাট।
39.ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
.উঃ খান জাহান আলী।
40.লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?
.উঃ যুবরাজ মোহাম্মদ আযম।
41.লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?
41.উঃ শায়েস্তা খান।
42.লালবাগ কেল্লার আদি নাম কি?
42.উঃ আওরঙ্গবাদ দুর্গ
0 responses on "বাংলাদেশের প্রথম"