বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 209
2081. কোন শিক্ষা মনের সংকীর্ণতা দূরীভূত করে?
- চেতনার
- সভ্যতার
- সম্প্রীতির
- শিক্ষাপ্রতিষ্ঠানের
2082. আদর্শ পরিবার কোনটি?
- বহুপতি পরিবার
- বহুপত্নী পরিবার
- একপত্নী পরিবার
- একক পরিবার
2083. সামাজিকীকরণে শিক্ষালয় সহায়ক ভূমিকা রাখে –
- ব্যক্তির মনে দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে
- মানুষকে শিক্ষাদান করার মাধ্যমে
- শিশুর মনে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে
A,B,C
2084. বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে –
- অটিস্টিক শিশুদের
- বুদ্ধি প্রতিবন্ধীদের
- শ্রবণ প্রতিবন্ধীদের
A,B,C
2085. আধুনিক সভ্য সমাজে কোন পরিবার কাঠামো অনুপস্থিত?
- একক
- বহুপত্নী
- বহুপতি
- দ্বিপত্নী
2086. বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার কারণ হলো –
- দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধি
- শিল্পায়ন ও নগরায়ণ
- নিরক্ষরতা ও অজ্ঞতা
A,B
2087. মাতৃবাস পরিবার দেখা যায় –
- গারোদের মধ্যে
- মুসলমানদের মধ্যে
- হিন্দুদের মধ্যে
2088. কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
2089. বাংলাদেশের খাসিয়া ও গারোদের পরিবার কেমন?
- মাতৃসূত্রীয় পরিবার
- পিতৃসূত্রীয় পরিবার
- পিতৃপ্রধান পরিসার
- মাতৃবাস পরিবার
2090. এস্কিমো উপজাতিদের মাঝে দেখা যায় –
- বহুপত্নীক পরিবার
- একজনের একাধিক স্ত্রী
- বহুপতি পরিবার
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 209"