বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 207
2061. বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে?
- দুই
- তিন
- চার
- পাঁচ
2062. কোনটি স্থানীয় গোষ্ঠী?
- শ্রমিক সংঘ
- পরিবার
- প্রতিবেশী
- সমাজ
2063. ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
- 2
- 3
- 4
- 5
2064. ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে –
- প্রামাণ্য চলচ্চিত্র
- সামাজিক চলচ্চিত্র
- জীবনভিত্তিক চলচ্চিত্র
B,C
2065. কোন ধরনের পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃ গৃহে বসবাস করে?
- মাতৃতান্ত্রিক
- নয়াবাস
- মাতৃবাস
- পিতৃবাস
2066. দুই স্ত্রী ও আট সন্তান নিয়ে শ্যামলের সংসার। তার পরিবারের ধরন কোনটি?
- একপত্নী
- বহুপতি
- একপতি
- বহুপত্নী
2067. বাকের সম্প্রতি বিয়ে করেছে। সে বাবা-মার সাথে না থেকে স্ত্রীকে নিয়ে নতুন বাসায় উঠেছে। বাকেরের পরিবারটি কোন ধরনের?
- পিতৃবাস
- মাতৃবাস
- একপত্নী
- নয়াবাস
2068. পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
2069. বহুপতি পরিবার একসময় দেখা যেত –
- তিব্বতে
- বাংলাদেশের উত্তরাঞ্চলে
- দক্ষিণ ভারতের মালাগড়ে
A,C
2070. পরিবারের মধ্যে সংঘটিত হয় –
- সন্তান প্রতিপালন
- মূল্যবোধ গঠন
- অধিকার সচেতনতা সৃষ্টি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 207"