বাংলাদেশের-নদ-নদী-ও-প্রাকৃতিক-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 234
বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট | 2331. মেঘনার উপনদী কোনটি?
- বুড়িগঙ্গা
- করতোয়া
- আত্রাই
- গোমতী
2332. অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে সংক্ষেপে কী বলা হতো?
- IWTC
- 1WTC
- BIWTC
- BIWTA
2333. কুশিয়ারা ও সুরমা নদী আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
- মেঘনা
- যমুনা
- কালনী
- আড়িয়াল খাঁ
2334. কোন দেশটি খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে আছে?
- বাংলাদেশ
- নেপাল
- ভুটান
- মিয়ানমার
2335. কৃষি ও শিল্পের বিকাশে কোনটির ব্যবহার অপরিহার্য?
- গ্যাস
- তেল
- কীটনাশক
- পানি
2336. বাংলাদেশের পাতাঝরা বনভূমি অঞ্চল হলো –
- টাঙ্গাইল
- রংপুর
- চট্টগ্রাম
A,B
2337. যমুনার শাখা নদীর নাম কী?
- ধলেশ্বরী
- আত্রাই
- বুড়িগঙ্গা
- মধুমতী
2338. ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোন অঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে?
- উত্তর-পূর্বাঞ্চল
- উত্তর-পশ্চিমাঞ্চল
- উত্তর-দক্ষিণাঞ্চল
- দক্ষিণ-পশ্চিমাঞ্চল
2339. খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
- পশুরের
- তিস্তার
- ব্রহ্মপুত্রের
- সাঙ্গুর
2340. বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় কোন নদীর ভূমিকা সর্বাধিক?
- মেঘনা
- তিস্তা
- যমুনা
- মাতামুহুরী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট - 234"