বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 257
2561. কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে নিয়োগ দেন?
- প্রধানমন্ত্রী
- প্রধান বিচারপতি
- সেনাপ্রধান
- রাষ্ট্রপতি
2562. ১৯৪৭ সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি শাসনের নামে দেশ শাসন করতেন –
- রাষ্ট্রপতি
- গভর্নর জেনারেল
- আমলারা
A,C
2563. দেশের সংবিধান প্রণয়ন করতে পাকিস্তান গণপরিষদ কত বছর সময় নেয়?
- ৫
- ৭
- 9
- 3
2564. প্রধান নির্বাচন কমিশনারের চাকরির মেয়াদ কত বছর?
- 3
- 4
- 5
- 6
2565. কোনটি জনমত গঠনের মাধ্যম?
- রাজনৈতিক দল
- সংঘ
- সরকার
- রাষ্ট্র
2566. রাজনৈতিক দল গঠিত হয় –
- একক নেতৃত্বের সমন্বয়ে
- একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে
- জনপ্রচেষ্টায়
A,B
2567. গণভোট বলতে কী বুঝায়?
- সর্বসাধারণের ভোট
- আবালবৃদ্ধবনিতার ভোট
- জনমত যাচাইয়ের জন্য ভোট
- জনগণের জন্য ভোট
2568. নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি?
- নির্বাচনি প্রচারণা
- নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
- ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
- নির্বাচনি অনিয়ম
2569. “যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে তাকে রাজনৈতিক দল বলে।” – উক্তিটি কার?
- ম্যাকাইভারের
- গেটেলের
- উইলোবীর
- বার্টন্ড রাসেলের
2570. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হলে পাকিস্তানে কেমন শাসনব্যবস্থা গৃহীত হয়?
- পার্লামেন্টারি
- প্রেসিডেন্সিয়াল
- এরিস্টক্রেসী
- কমিউনিজম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 257"