বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 253
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট | 2521. কী ধরনের শাসন জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়?
- সমাজতন্ত্র
- অভিজাততন্ত্র
- গণতন্ত্র
- রাজতন্ত্র
2522. পরোক্ষ গণতন্ত্রকে কী বলা হয়?
- সাধারণ গণতন্ত্র
- অসম্পূর্ণ গণতন্ত্র
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
- বিরোধী গণতন্ত্র
2523. নির্বাচনি কর্মকর্তা, কর্মচারিগণ কর্তৃক কতিপয় নির্দিষ্ট অপরাধের জন্য কারও বিরুদ্ধে আদালতের মামলা করা যাবে না কোনটির অনুমোদন ছাড়া?
- আদালতের
- জাতীয় সংসদের
- নির্বাচন কমিশনের
- সচিবালয়ের
2524. সরকার ব্যবস্থা হিসেবে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল হলো –
- গণতন্ত্র প্রতিষ্ঠা
- গণতন্ত্রের মানোন্নয়ন
- গণতান্ত্রিক চিন্তাধারা
2525. “যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তা-ই গণতন্ত্র।” – উক্তিটি কে করেছেন?
- আব্রাহাম লিংক
- জর্জ ওয়াশিংটন
- গেটেল
- জন এফ কেনেডি
2526. পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংগঠন চূড়ান্তভাবে কী নির্বাচন করে?
- আঞ্চলিক প্রতিনিধি
- রাষ্ট্রপ্রধান
- মন্ত্রী
- বিচারপতি
2527. ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে এক বিশেষ ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল। দল ভাঙা, দলগড়া, ভোট কারচুপি ও অকার্যকর নির্বাচন কমিশন প্রভৃতি ছিল এ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ১৫ বছর পর এ শাসন ব্যবস্থার অবসান ঘটে।ওপরের অংশে কোন শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
- জিয়া শাসন
- এরশাদ শাসন
- সেনা শাসন
- তত্ত্বাবধায়ক শাসন
2528. এ ধরনের শাসন অবসান আন্দোলনে কাদের প্রধান ভূমিকা ছিল?
- ছাত্রদের
- ছাত্র ও জনগণের
- শ্রমিকদের
- সাধারণ জনগণের
2529. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?
- 1945
- 1946
- 1947
- 3
2530. রাষ্ট্র পরিচালনায় কীভাবে ক্ষমতার হাত বদল হয়?
- পেশিশক্তির মাধ্যমে
- নির্বাচনের মাধ্যমে
- অস্ত্রের মাধ্যমে
- ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট 253"