বাংলাদেশের-কতিপয়-সামাজিক-সমস্যা-ও-এর-প্রতিকার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 190
1891. সামাজিক বিশৃঙ্খলা যখন চরমে পৌঁছে তখন সমাজে কী দেখা দেয়?
- সামাজিক অসংগতি
- সামাজিক অবক্ষয়
- সামাজিক নৈরাজ্য
- দারিদ্র্য
1892. কোনটি সামাজিক চাপ প্রদানকারী প্রতিষ্ঠান?
- উচ্চ আদালত
- গ্রাম আদালত
- উপজেলা পরিষদ
- জেলা পরিষদ
1893. বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুসমর্থন করে কত সালে?
- 1988
- 1989
- 1990
- 3
1894. সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ফল কী?
- সমাজ স্থিতিশীল হয়
- নৈরাজ্য সৃষ্টি হয়
- বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়
- দুর্নীতি বেড়ে যায়
1895. একটি সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটবে যদি –
- ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়
- আইনের শাসনের দুর্বলতা থাকে
- মানুষের সহনশীলতার অভাব থাকে
A,B,C
1896. সামাজিক সমস্যার কীভাবে সৃষ্টি হয়?
- দারিদ্র্যতা থেকে
- প্রশাসনিক দুরবস্থা থেকে
- সামাজিক বিশৃঙ্খলা হতে
- শ্রমবিভাগ হতে
1897. শৈশব থেকেই পিতা-মাতার পরিবারিক দ্বন্ধ, ঝগড়া-বিবাদ, মারামারি মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটেছে। পাড়া-প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ্য করেছে। নিজের বিয়ের পর তার সংসারেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। লিমনের পরিবার এ সমস্যা থেকে মুক্তি পেতে সমাজকর্মীর শরণাপন্ন হয়েছে।স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?
- যৌতুক প্রাপ্তির বাসনা
- চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া
- পাড়া-প্রতিবেশীর প্রভাব
- শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা
1898. লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তা হলো –
- সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ
- প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা
- আইনরক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-কতিপয়-সামাজিক-সমস্যা-ও-এর-প্রতিকার - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 190"