বাংলাদেশের-কতিপয়-সামাজিক-সমস্যা-ও-এর-প্রতিকার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 189
1881. সমাজ ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টির জন্য কোন কারণটি দায়ী?
- চিত্তবিনোদনের অভাব
- সামাজিক মূল্যবোধের অবক্ষয়
- প্রাকৃতিক দুর্যোগ
- দারিদ্র্য
1882. বাংলাদেশে নারীরা নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করে না –
- লোকলজ্জার ভয়ে
- পারিবারিক মর্যাদার ভয়ে
- আর্থিক ক্ষতির ভয়ে
A,B
1883. রাণী একজন পোশাক শ্রমিক। প্রায়ই বাসায় ফিরতে তার রাত হয়। সে কোন ধরনের নির্যাতনের শিকার হতে পারে?
- অপহরণ
- যৌন নির্যাতন
- হত্যা
- ছিনতাই
1884. মামুন দরিদ্র কৃষকের সন্তান। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে তার কোন সমস্যার প্রতিকার করা যায়?
- কিশোর অপরাধ
- যৌতুক প্রথা
- জনসংখ্যা বৃদ্ধি
- বেকারত্ব
1885. সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ –
- আইনশৃঙ্খলার অবনতি
- মূল্যবোধের অবক্ষয়
- প্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ
A,B,C
1886. সময়ের প্রেক্ষিতে কোনো একটি সমাজে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সে সমাজে আর কোন এটিতে পরিবর্তন দেখা যাবে?
- সহনশীলতায়
- সামাজিক রীতিনীতিতে
- সামাজিক মূল্যবোধে
- আইনের শাসনে
1887. কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসেবে ধরা হয় কোন আইনকে?
- নারী ও শিশু নির্যাতন দমন আইন – ২০০০
- জাতীয় শিশুশ্রম নিরসন নীতি – ২০১০
- বাংলাদেশ শিশু আইন – ১৯৭৪
- বাংলাদেশ শিশু সনদ – 3
1888. বাংলাদেশে অধিকাংশ নারী শ্রমিক কোন ক্ষেত্রে কাজ করে?
1889. বাংলাদেশে কোন মৌসুমে কিশোর অপরাধ কমে যায়?
- বর্ষাকালে
- শরৎকালে
- গ্রীষ্মকালে
- বসন্তকালে
1890. জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য –
- শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস করা
- ২০১৪ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার কমানো
- ২০১২ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-কতিপয়-সামাজিক-সমস্যা-ও-এর-প্রতিকার - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 189"