
“বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:
১) বাংলাদেশে VAT-এর হার ১৫%।
২) কর ২ প্রকারঃ ক) প্রত্যক্ষ কর ও খ) পরোক্ষ কর।
৩) বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত বাজেট ৪৫টি।
৪) বাংলাদেশে অর্থবছর ধরা হয় ১লা জুলাই থেকে ৩০ জুন।
৫) জাতীয় সংসদে বাজেট পাশ হয় ৩০ জুন।
৬) বাংলাদেশে প্রথম বাজেট পাশ হয় ৩০ জুন ১৯৭২ সালে।
৭) সবচেয়ে বেশি বাজেট পাশ করেন অর্থমন্ত্রী সাইফুর রহমান (১২টি), ২য় সর্বোচ্চ এসএএমএস কিবরিয়া (৬টি)।
৮) রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন ১ জন (রাষ্ট্রপতি জিয়াউর রহমান)।
৯) আয়-ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেট দুই প্রকার : ক) উদ্বৃত্ত বাজেট ও খ) ঘাটতি বাজেট।
১০) বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট।
১১) বাজেটের দুটি অংশ : ক) রাজস্ব বাজেট ও খ) উন্নয়ন বাজেট।
১২) তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট ৩টি।
১৩) সামরিক সরকারের আমলে বাজেট ৮টি।
১৪) রাষ্ট্রপতি শাসিত সরকারের আমলে বাজেট ৭টি।
১৫) মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাশ হয় ১০ জুলাই ১৯৯১ সালে।
১৬) সরকারের মোট আয়ের ৮০ শতাংশের বেশি আসে রাজস্ব আর্ন থেকে।
১৭) রাজস্ব আদায়ে খাতভিত্তিক সবচেয়ে বেশি অবদান আয়করের (৩২%), ২য় সর্বোচ্চ অবদান মূল্য সংযোজন করের (২৫%)।
১৮) সরকারের ব্যয় ২ ধরণের : ক) উন্নয়ন ব্যয় ও খ) অনুন্নয়ন ব্যয়।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“