বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 830

অণুজীব

 

বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 830

8291. তড়িৎপ্রবাহ কয় প্রকার?

  1. 2
  2. 4
  3. 3
  4. 5

8292. কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়?

  1. সমান্তরাল
  2. সিরিজ
  3. পর্যায়ক্রমিক
  4. সিরিজ ও প্যারালাল

8293. বৈদ্যুতিক চার্জের প্রবাহ কিসের ওপর নির্ভর করে?

  1. বিভব পার্থক্য
  2. প্রোটনের প্রবাহ
  3. পরিবাহীর দৈর্ঘ্য
  4. পরিবাহীর প্রস্থ

8294. তড়িৎ প্রবাহ মাপে-

  1. মিটার
  2. ভোল্টমিটার
  3. এ্যামিটার
  4. ব্যাটারি দিয়ে

8295. কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?

  1. সমান্তরাল
  2. পর্যায়ক্রমিক
  3. শ্রেণী
  4. সমান্তরাল বা শ্রেণী

8296. কোন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে?

  1. আধুনিক ইলেকট্রন তত্ত্ব
  2. আধুনিক তত্ত্ব
  3. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
  4. আধুনিক নিউট্রন তত্ত্ব

8297. দুটি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে?

  1. আকর্ষণ
  2. বিকর্ষণ
  3. আকর্ষণ ও বিকর্ষণ
  4. কোনোটিই নয়

8298. বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত কীসের প্রবাহ?

  1. শক্তির
  2. ইলেকট্রনের প্রবাহ
  3. নিউট্রনের
  4. প্রোটনের প্রবাহ

8299. কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়?

  1. একমুখী প্রবাহ
  2. পরিবর্তী প্রবাহ
  3. সমপ্রবাহ
  4. সম ও পর্যাবৃত্ত প্রবাহ

8300. যুক্তরাষ্ট্রে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক বদলায়?

  1. 50
  2. 60
  3. 80
  4. 100

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline