
বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 829
8281. পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক-
- এটি উৎপন্ন করা সহজ
- এটি সরবরাহ করা সহজ
- এটি অত্যন্ত সাশ্রয়ী
A,B,C
8282. বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়?
- অ্যামিটার
- পটেনশিওমিটার
- ভোল্টমিটার
- থার্মোমিটার
8283. নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
- রবার
- তামা
- লোহা
- পিতল
8284. কোনটি দ্বারা তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
- 1
- J
- V
- A
8285. কোনটি রোধের এস আই একক?
- মিটার
- নিউট্ন
- ওহম
- বিভ পার্থক্য
8286. অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
- তিনটি
- একটি
- দুটি
- চারটি
8287. কোনটি দ্বারা তাড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
- 1
- J
- V
- A
8288. কোনটিতে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়?
- ইস্ত্রিতে
- ইলেকট্রিক কেটলিতে
- টিভিতে
- বাড়ির মেইন সুইচ
8289. আবুল সাহেবের বাড়ির মেইন ফিউজ পুড়ে গেলে তিনি মিস্ত্রি ডেকে নতুন মেইন ফিউজ তার লগিয়ে নিলেন।
- ১৫ অ্যাম্পিয়ার
- ৩০ অ্যাম্পিয়ার
- ৬০ অ্যাম্পিয়ার
A,B,C
8290. আবুল সাহেব বাড়িতে বর্তনীতে ফিউজ ব্যবহার করেন, কারণ এটি-
- তড়িৎ প্রবাহ স্বাভাবিক রাখে
- বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা দূর করে
- স্বয়ংক্রিয়ভাবে বর্তনী ভেঙে দেয় আবার জোড়া লাগায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।