বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 823
8221. ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়?
- চার্জ
- বিদ্যুৎ প্রবাহ
- বিভব পার্থক্য
- রোধ
8222. ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
- সমান্তরালভাবে
- আড়াআড়িভাবে
- অনুক্রমিকভাবে
- পাশাপাশিভাবে
8223. বিদ্যুৎ প্রবাহ চালু রাখতে হলে দুটি বস্তুর মধ্যে কী বজায় রাখতে হবে?
- রোধ
- বিভবপার্থক্য
- চার্জের পরিমাপ
- বৈদ্যুতিক ক্ষমতা
8224. ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তের রং কী?
- লাল
- কালো
- সবুজ
- নীল
8225. অ্যামিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
- তড়িৎ প্রবাহ
- বিভব পার্থক্য
- চৌম্বক প্রবাহ
- আলোক তীব্রতা
8226. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলা হয়?
- বৈদ্যুতিক যন্ত্র
- তড়িৎ বর্তনী
- রোধ
- প্রবাহ তার
8227. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
- ব্যাটারি
- ডিসি জেনারেটর
- জেনারেটর
- বিদ্যুৎকোষ
8228. কোনটির সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়?
- থার্মোমিটার
- পটেনশিওমিটার
- ভোল্টমিটার
- গ্যালভানোমিটার
8229. বিভব পার্থক্যের একক কোনটি?
- অ্যাম্পিয়ার
- কুলম্ব
- ভোল্ট
- ওহম
8230. বিদ্যুৎ প্রবাহ হলো মূলত-
- পর্যাবৃত্ত প্রবাহ
- পরিবর্তী প্রবাহ
- ইলেকট্রন প্রবাহ
- সমপ্রবাহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বর্তনী-ও-চলবিদ্যুৎ - জেএসসি-বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 823"