
বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 831
8301. কীসের সাহায্যে তড়িৎ বর্তনী খোলা বা বন্ধ করা হয়
- ব্যাটারি
- সুইচ
- অ্যামিটার
- ভোল্টমিটার
8302. বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-
- ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
- উন্নত মানের তার ব্যবহার করতে হবে
- কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
A,B
8303. পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কী বলে?
- বৈদ্যুতিক বিভব
- চার্জ
- রোধ
- কুলম্ব
8304. ফিউজ সাধারণত কোনটির সংকর ধাতু?
- সীসা ও তামা
- টিন ও তামা
- টিন ও সীসা
- তামা ও দস্তা
8305. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
- ব্যাটারি
- ডি সি জেনারেটর
- জেনারেটর
- বিদ্যুৎ কোষ
8306. কোন দেশে পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে ষাট বার দিক পরিবর্তন করে?
- কানাডায়
- যুক্তরাজ্যে
- যুক্তরাষ্ট্রে
- বাংলাদেশে
8307. বিদ্যুৎ প্রবাহের একক কী?
- কুলম্ব
- অ্যাম্পিয়ার
- ভোল্ট
- ও’ম
8308. কোনটির কাঠামোর ওপর ফিউজ তার আটকানো থাকে?
- চিনামাটির
- ইস্পাতের
- পিতলের
- কাঠের
8309. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
- তড়িৎ কোষ বা ব্যাটারি
- ডায়নামো
- ডিসি জেনারেটর
A,C
8310. কোনটির সাহায্যে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবর্তী প্রবাহ উৎপন্ন হয়?
- বৈদ্যুতিক মোটর
- জেনারেটর
- বৈদ্যুতিক বাতি
- ট্রান্সফরমার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।