ফোরাম প্রশ্নোত্তর – মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য

‪‎নাটক‬
সৈয়দ শামসুল হক :- পায়ের আওয়াজ পাওয়া যায়।
মমতাজ উদ্দিন আহমেদ :- বর্ণচোর ও বকুলপুরের স্বাধীনতা।
আলাউদ্দিন আল আজাদ :- নরকে লাল গোলাপ।

‪উপন্যাস‬
আনোয়ার পাশা :- রাইফেল রোটি আওরাত।
সৈয়দ শামসুল হক :- নিষিদ্ধ লোবান।
শওকত ওসমান :- জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জলাঙ্গী।
শওকত আলী :- যাত্রা
হুমায়ূন আহমেদ :- আগুনের পরশমণি, শ্যামল ছায়া।
সেলিনা হোসেন :- হাঙ্গর নদী গ্রেনড।
রাবেয়া খাতুন :- ফেরারী সূর্য।
তাহমিমা আনাম :- এ গোল্ডেন এজ।

স্মৃতিকথা‬ :
এম আর আখতার মুকুল :- আমি বিজয় দেখেছি।
জাহানারা ইমাম :- একাত্তরের দিনগুলি।
সুফিয়া কামাল :- একাত্তরের ডায়েরি।
শাহরিয়ার কবির :- একাত্তরের যীশু।

‪‎চলচ্চিত্র‬ :
জহির রায়হান :- Stop Genocide
চাষী নজরুল ইসলাম :- ওরা ১১ জন।

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline