ফোরাম প্রশ্নোত্তর – বাংলাদেশের বিভিন্ন শিল্প

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বাংলাদেশের বিভিন্ন শিল্প

প্রধান শিল্প-

তৈরি পোশাক
বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে- তৈরি পোশাক থেকে
রপ্তানি আয়ের সিংহভাগ আসে- তৈরি পোশাক থেকে (৭৭.১৭%)
সবচেয়ে বেশি রপ্তানি করা হয়- মার্কিন যুক্তরাষ্ট্রে

পাটশিল্প

দেশে পাটকলের সংখ্যা  ৩৮টি

এশিয়ার বৃহত্তম পাটকল- আদমজী পাটকল; প্রতিষ্ঠিত- ১৯৫১ সালে
আদমজী পাটকল বন্ধ হয়- ২০০২ সালে

সার শিল্প
দেশে সার কারখানা- ৮টি
সবচেয়ে বড় সার কারখানা- যমুনা (জামালপুর) (সহায়তা- জাপান)
বেসরকারি খাতে সবচেয়ে বড় সার কারখানা- কাফকো (সহায়তা- জাপান)

. জিয়া সার কারখানায় উৎপাদিত সার ইউরিয়া

 ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস

ফেঞ্চুগঞ্জ সার কারখানা  সিলেটে

ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম  ইউরিয়া

কাগজ শিল্প
মোট কাগজ কল- ৭টি
সবচেয়ে বড় কাগজ কল- কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি) (কাঁচামাল- বাঁশ)
প্রথম কাগজ কল স্থাপিত হয়- ১৯৫৩ সালে (কর্ণফুলী)
উত্তরবঙ্গ কাগজ কল- পাকশী, পাবনা (কাঁচামাল- আখের ছোবড়া)

খুলনা পেপার মিলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো-সুন্দরবনের গেওয়া কাঠ

উত্তরবঙ্গের পেপার মিলের কাঁচামাল ব্যবহৃত হতো আখের ছোবড়া

সিলেট কাগজ কলের কাঁচামাল  ব্যবহৃত হয় নলখাগড়া ও ঘাস

বাংলাদেশে সিমেন্ট কারখানা ১৪টি

সরকারি খাতে সিমেন্ট কারখানা ৫টি

 বাংলাদেশে বস্ত্রকল  ২৪টি (সরকারি)

দেশে উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদার  পূরণ করে ৭%

বাংলাদেশের বস্ত্রশিল্প বিকাশের প্রধান সমস্যা  কাঁচামালের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিক অসন্তোষ

বাংলাদেশে মোট চিনিকল => ১৪টি

বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল => কেরু এন্ড কোং লিঃ (দর্শনা)

খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল সুন্দরি কাঠ

 বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা  ৩টি যথা- ১) খুলনা শিপইয়ার্ড, ২) চট্টগ্রাম ডকইয়ার্ড, ৩) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড

দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ড

বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা  ১টি, গাজীপুরে

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম ইস্টার্ণ রিফাইনারী, পতেঙ্গা, চট্টগ্রাম

বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কর্ণফুলী রেয়ন মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি)

 বাংলাদেশের টেলিফোন শিল্প সংগঠন কোথায় অবস্থিত=> টঙ্গী ও খুলনা

 বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত=> নরসিংদীতে

বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে

বাংলাদেশের মোটর সাইকেল সংযোগ অবস্থিতটঙ্গী (এটলাস বাংলাদেশ লিমিটেড)

বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম => চট্টগ্রাম স্টিল মিল (চট্টগ্রাম)

প্রগতি ইন্ডাস্ট্রিজ অবস্থিত চট্টগ্রামে

লাভসিটি=> ঢাকার উত্তরে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরী

দেশের শিল্প পার্ক গড়ে তোলা হবে > সিরাজগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে

রাইফেল কারখানা  গাজীপুর সেনানিবাসে

বাংলাদেশের ঔষধ পার্ক বা ঔষধ শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়াতে

দেশে প্রথম পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপিত হচ্ছে  সিরাজগঞ্জে

প্রস্তাবিত অটোমোবাইল শিল্প পার্ক স্থাপিত হচ্ছে ঢাকার আমিন বাজারে

দেশে প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হতে যাচ্ছে ঢাকার কেরানীগঞ্জে

সফটওয়ার পার্ক হিসেবে গড়ে তোলা হয় কাওরানবাজারের জনতা টাওয়ারকে

জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩টি ​১) খুলনা শিপইয়ার্ড, ২) চট্টগ্রাম ডকইয়ার্ড, ৩) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড

একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুর

বাংলাদেশের কৃষি বিষয়ক প্রতিষ্ঠান সমূহ …………

কৃষি গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর
ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট — ময়মনসিংহ
পাট গবেষণা ইনস্টিটিউট — মানিক মিয়া এভিনিউ, ঢাকা
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট — ঈশ্বরদী, পাবনা 
চা গবেষণা ইনস্টিটিউট — শ্রীমঙ্গল, সিলেট
পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট — সাভার, ঢাকা
রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট — রাজশাহী
চামড়া গবেষণা ইনস্টিটিউট — সাভার, ঢাকা
মৌমাছি পালন ইনস্টিটিউট — ঢাকা
আম গবেষণা কেন্দ্র — চাঁপাইনবাবগঞ্জ
গম গবেষণা কেন্দ্র — দিনাজপুর
মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া
ডাল গবেষণা কেন্দ্র — ঈশ্বরদী, পাবনা

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline