বিভিন্ন নিরাপত্তা জনিত কারনে যদি বন্ধ থাকে আপনার ফেসবুক , ভাইবার বা মেসেঞ্জার… কি করবেন তখন?
বন্ধ থাকবে কি বন্ধুদের সাথে যোগাযোগ? না! আপনাকে আর বন্ধ রাখতে হবে না যোগাযোগ কারন ফায়ারফক্স আপনার জন্য নিয়ে এসেছে কিছু অসাধারন সুবিধা যাতে করে আপনি খুব সহজেই পারবেন আপনার বন্ধুদের সাথে কথা বলতে,  চ্যাটিং করতে, এছারাও পাবেন ভিডিও কলের সুবিধা!
কোনো প্রকার সফটওয়ার বা হার্ডওয়ার সাপোর্টের প্রয়োজন ছাড়াই ব্রাউজার রাজ্যের সম্রাট ফায়ারফক্স তার সদ্য প্রকাশিত নতুন ভার্সনে ফ্রি মেসেজিং এবং ভিডিও চ্যাটিংয়ের সুবিধা দিচ্ছে।
সম্প্রতি প্রকাশ হওয়া নতুন ভার্সনে এই ফিচারের নাম দিয়েছে ‘ফায়ারফক্স হ্যালো’। এতে রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমে ভয়েস কল, ভিডিয়ো কল এবং ইনস্ট্যান্ট মেসেজিং-এর সুবিধা বিল্ট-ইন রয়েছে। গত বছর এই ফিচার এনেছিল ফায়ারফক্স। নতুন ফিচার সংযোজন হওয়ার পর এখন ফায়ারফক্স অন্যান্য ব্রাউজারকে রীতিমতো বেকায়দায় ফেলেছে।

কি কি সুবিধা পাচ্ছেন ফায়ারফক্স এ?

১) চ্যাটিংয়ের জন্য দুই ব্যক্তির একই ব্রাউজার, সফ্টওয়্যার বা হার্ডওয়্যারের প্রয়োজন পড়বে না।
২) কোনও সাইন আপের প্রয়োজন নেই। শুধু ফায়ারফক্স-এ লগ-ইন করার জন্য একটি প্রোফাইল দরকার হবে।
৩) উইন্ডোজ, ম্যাক বা লিনাক্সে কাজ করতে পারে। একই সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজ এবং ভিডিয়ো কলিং করা যাবে।
৪) স্ক্রিন শেয়ার করার সুবিধাও থাকছে।
এই ফিচার শুধুমাত্র ডেস্কটপের জন্যই নয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও থাকছে। এর সব থেকে ভালো বিষয় হল, ভিডিও কলিং, ভয়েস কলিং বা মেসেজিংয়ের ক্ষেত্রে ট্রান্সমিশনের জন্য সামান্য দেরি হয় না। শুধু এই ফিচারই নয় সিকিউরিটির দিকটাও খেয়াল রাখা হয়েছে।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline