
যেকোন কম্পানি কিংবা প্রতিষ্ঠানের জন্য বর্তমানে সোস্যাল মিডিয়া তথা ফ্যানপেইজ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।
অনেকে লাখ লাখ টাকা খরচ করেন ফেসবুকের ফ্যান বাড়াতে। আবার প্রায় সকল বড় কম্পানিতে ফ্যানপেইজ কন্ট্রোলের জন্য তথা নিয়মিত টিউন এর জন্য উচ্চ বেতনে টিম কাজ করে। আমাদের ইশিখন.কম ফ্যানপেইজ মাত্র ৭ মাসেই ১ লক্ষ+ ফ্যান হয়ে গেল, এই অটোটিউনের লাইক, টিউমেন্ট আর শেয়ারের মাধ্যমে। অথচ অটো টিউনের আগে আমাদের ১ বছরে ফ্যান ছিল, ৩,৫০০ এর মত।
খুব সিম্পল একটি ট্রিক্স আর কোডের মাধ্যমেই আপনি দ্রুত হাজার হাজার অটো টিউন করতে পারেন।
বিস্তারিত ভিডিওতে দেখুন:
এই টিউটোরিয়ালের আরো ধারাবাহিক পর্বগুলোর মধ্যে থাকবে,
- কিভাবে এক মুর্হুতেই হাজার হাজার ফেসবুক টিউন কপি করা যায়
- কিভাবে প্রতিটি টিউনের শেষে কিংবা শুরুতে কোন কনটেন্ট এড করা যায়
- কিভাবে মুর্হুতের মধ্যেই আপনার ওয়ার্ডপ্রেস, জুমলা কিংবা যেকোন ব্লগ সাইটের টিউন লিংক সংগ্রহ করবেন এবং ফেসবুকে শিডিউল করবেন।
- কিভাবে বাল্ক ইমেজ টিউন করবেন।
বি:দ্র:- ইশিখন.কম থেকে সংগৃহিত