
ফাঁস প্রশ্নে পরীক্ষা দেওয়া সবাইকে খুঁজে বের করা হবে বলেছেন শিক্ষামন্ত্রী।
ফাঁস হওয়া প্রশ্নে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আনুমানিক পাঁচ হাজার শিক্ষার্থীর সবাইকেই খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এদের সবাইকে আমরা খুঁজে বের করতেছি, কেউই রেহাই পাবেন না। ওই সময় অনেকে ধরা পড়েছে, ১৫৭ জন জেলে আছে, ৩২টি মামলা হয়েছে। পরে আরও শতাধিক গ্রেপ্তার হয়েছে, জেলে আছে।
যারা একবার গ্রেপ্তার হয়েছেন, ধরা পড়েছেন তাদের সবার পরীক্ষা, ছাত্র জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নাই।
প্রশ্ন কেনা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যারা লেনদেন করেছেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এবারের এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছিল বলে সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে।
তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে শিক্ষামন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। যেহেতু মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখের বেশি এবং যেহেতু সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস হয়নি, সেহেতু কোনো পরীক্ষা বাতিল করা হবে না।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যারা পরীক্ষা দিয়েছে, তথ্য-প্রমাণ মিললে তাদের পরীক্ষা বাতিল করা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন নাহিদ।
গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হলেও এবার এ বোর্ডের ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে। সার্বিকভাবে আট সাধারণ বোর্ডের পাসের হার যেখানে ৭৯ দশমিক ৪০ শতাংশ, সেখানে কুমিল্লা বোর্ডে পাস করেছে ৮০ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী।
আরো পড়ুন: