প্রাপ্য-হিসাবসমূহের-হিসাবরক্ষণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 58
571. কোনটির জন্য দেনাদারের পরিমাণ কমে যায়?
- অনাদায়ী পাওনার জন্য
- অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য
- প্রদেয় বাট্টা সঞ্চিতির জন্য
- প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতির জন্য
572. প্রাপ্য বিলের প্রতিশ্রুতি আদায়কারীকে কী বলে?
- বিলের প্রাপক
- বিলের বাহক
- বিল গ্রহীতা
- প্রতিশ্রুতি আদায়কারী
573. কু-ঋণ সঞ্চিতি তৈরি করা হয় কেন?
- যখন প্রাপ্য হিসাব দেউলিয়া হয়
- কু-ঋণ কমিয়ে দেওয়ার জন্য
- যখন প্রাপ্য হিসাব ব্যবসা ছেড়ে দেন
- ভবিষ্যৎ অনাদায়ী দেনা কুঋণ সংস্থানের জন্য
574. মেয়াদ শেষে প্রাপ্য বিলের অর্থ পরিশোধে বাধ্য থাকে-
- বিলের প্রস্তুতকারী
- বিলের প্রাপক
- বিলে প্রতিশ্রুতি প্রদানকারী
A,C
575. অনাদায়ী পাওনা কী ধরনের ব্যয়?
- অফিস ও প্রশাসনিক
- বিক্রয় ও বিতরণ
- অর্থসংস্থান
- দুর্ঘটনাজনিত
576. কোন নীতি অবলম্বনে কু-ঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করা হয়?
- ব্যয় নীতি
- রক্ষণশীলতার নীতি
- আয়-ব্যয় সংযোগ নীতি
- তারল্য নীতি
577. প্রাপ্য বিলের প্রস্তুতকারীকে কী বলে?
- প্রাপক
- প্রতিশ্রুতিকারী
- লেখ্য প্রমাণক
- নোটারি পাবলিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।