প্রাপ্য-হিসাবসমূহের-হিসাবরক্ষণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 57
561. সুদবিহীন প্রাপ্য বিল (নোট) ব্যাংক হতে বাট্টা করলে, উক্ত বাট্টাসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণে –
- ব্যাংক হিসাব ডেবিট
- বাট্টা হিসাব ডেবিট
- প্রাপ্য বিল হিসাব ক্রেডিট
A,B,C
562. প্রাপ্য বিলের ভাষা সাধারণত কেমন হয়?
- অনুরোধমূলক
- আদেশমূলক
- প্রতিশ্রুতিমূলক
- উপদেশমূলক
563. সাধারণত কত দিনের মধ্যে প্রাপ্য হিসাবের টাকা আদায় করা হয়?
- ১০-৩০ দিন
- ১৫-৪৫ দিন
- ৩০-৪০ দিন
- ৩০-৬০ দিন
564. বাট্টা সঞ্চিতি সৃষ্টির ফলে-
- অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি পায়
- অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি পায়
- নিট লাভ হ্রাস পায়
A,C
565. কুঋণ সঞ্চিতি রাখা হয় –
- যখন দেনাদারবৃন্দ দেউলিয়া হয়ে যায়
- কুঋণ অবলোপনের জন্য
- সম্ভাব্য কুঋণের হিসাবে বরাদ্দ রাখার জন্য
A,B,C
566. অনাদায়ী পাওনা কেন আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত হয় না?
- দায় বলে
- আয় বলে
- ক্ষতি বলে
- ব্যয় বলে
567. কোনটির মাধ্যমে প্রাপ্য হিসাব বা দেনাদার সৃষ্টি করা হয়?
- ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে
- সুদ প্রাপ্য হলে
- কর্মচারীকে ঋণ প্রদানের মাধ্যমে
- প্রাপ্য বিল প্রাপ্তির মাধ্যমে
568. সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় কোন নীতিতে?
- মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি
- বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা
- ক্রয়মূল্যের নীতি
- পূর্ণ প্রকাশের নীতি
569. প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?
- প্রাপক
- প্রস্তুতকারী
- নোটারি পাবলিক
- রেফারী
570. নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটি?
- শেয়ার
- ঋণপত্র
- স্টক
- প্রাপ্য বিল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।