প্রাপ্য-হিসাবসমূহের-হিসাবরক্ষণ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 57

প্রাপ্য-হিসাবসমূহের-হিসাবরক্ষণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 57

561. সুদবিহীন প্রাপ্য বিল (নোট) ব্যাংক হতে বাট্টা করলে, উক্ত বাট্টাসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণে –

  1. ব্যাংক হিসাব ডেবিট
  2. বাট্টা হিসাব ডেবিট
  3. প্রাপ্য বিল হিসাব ক্রেডিট

562. প্রাপ্য বিলের ভাষা সাধারণত কেমন হয়?

  1. অনুরোধমূলক
  2. আদেশমূলক
  3. প্রতিশ্রুতিমূলক
  4. উপদেশমূলক

563. সাধারণত কত দিনের মধ্যে প্রাপ্য হিসাবের টাকা আদায় করা হয়?

  1. ১০-৩০ দিন
  2. ১৫-৪৫ দিন
  3. ৩০-৪০ দিন
  4. ৩০-৬০ দিন

564. বাট্টা সঞ্চিতি সৃষ্টির ফলে-

  1. অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি পায়
  2. অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি পায়
  3. নিট লাভ হ্রাস পায়

565. কুঋণ সঞ্চিতি রাখা হয় –

  1. যখন দেনাদারবৃন্দ দেউলিয়া হয়ে যায়
  2. কুঋণ অবলোপনের জন্য
  3. সম্ভাব্য কুঋণের হিসাবে বরাদ্দ রাখার জন্য

566. অনাদায়ী পাওনা কেন আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত হয় না?

  1. দায় বলে
  2. আয় বলে
  3. ক্ষতি বলে
  4. ব্যয় বলে

567. কোনটির মাধ্যমে প্রাপ্য হিসাব বা দেনাদার সৃষ্টি করা হয়?

  1. ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে
  2. সুদ প্রাপ্য হলে
  3. কর্মচারীকে ঋণ প্রদানের মাধ্যমে
  4. প্রাপ্য বিল প্রাপ্তির মাধ্যমে

568. সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় কোন নীতিতে?

  1. মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি
  2. বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা
  3. ক্রয়মূল্যের নীতি
  4. পূর্ণ প্রকাশের নীতি

569. প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

  1. প্রাপক
  2. প্রস্তুতকারী
  3. নোটারি পাবলিক
  4. রেফারী

570. নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটি?

  1. শেয়ার
  2. ঋণপত্র
  3. স্টক
  4. প্রাপ্য বিল

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline