প্রাপ্য-হিসাবসমূহের-হিসাবরক্ষণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 56
551. কার্যকরী মূলধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি বৃদ্ধি পায়-
- ধারে পণ্য বিক্রয়ের ফলে
- ধারে সেবা বিক্রয়ের ফলে
- অর্থ ধার দেওয়ার ফলে
A,B,C
552. দেনাদারের কাছে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে কী বলে?
- অনাদায়ী পাওনা
- প্রদত্ত বাট্টা
- সন্দেহজনক পাওনা
- অনাদায়ী পাওনা সঞ্চিতি
553. ২/১০ এর অর্থ কী?
- দশ দিনের মধ্যে দেনা পরিশোধ করতে হবে
- দুই দিনের মধ্যে দেনা পরিশোধ করলে বাট্টা পাওয়া যাবে
- দশ দিনের মধ্যে দেনা পরিশোধ করলে বাট্টা পাওয়া যাবে
- দুই দিনের মধ্যে দেনা পরিশোধ করতে হবে
554. যে বছরের ব্যয় সে বছরের আয়ের সাথে সমন্বয় করে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে হয় কোন নীতি অনুযায়?
- রক্ষণশীলতার নীতি
- বস্তুনিষ্ঠার নীতি
- আয়-ব্যয়ের নীতি
- সামঞ্জস্যতার নীতি
555. প্রাপ্য বিলের মেয়াদপূর্তি হবার পূর্বেই মেয়াদপূর্তি মূল্য অপেক্ষা কম মূল্যে ব্যাংক হতে ভাঙানোকে বলে –
- বাট্টাকরণ
- বলি কার্যকরণ
- বিল সংরক্ষণ
- বিল উপস্থাপন
556. দেনাদারদের নগদ বাট্টা দেয়া হয় কেন?
- ধারে বিক্রয় বৃদ্ধির জন্য
- দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য
- দেনাদারদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য
- দেনাদারদের স্বার্থ রক্ষার জন্য
557. অনাদায়ী পাওনা কোন ধরনের ব্যয়?
- প্রত্যক্ষ পরিচালনা ব্যয়
- অপরিচালন ব্যয়
- পরোক্ষ পরিচালন ব্যয়
- মূলধনজাতীয় ব্যয়
558. প্রাপ্য হিসাবের ওপর বাট্টা সঞ্চিতি কোন ধরনের হিসাব?
- প্রতিপূরক দায় হিসাব
- প্রতিপূরক সম্পদ হিসাব
- প্রতিপূরক ব্যয় হিসাব
- প্রতিপূরক আর্ন হিসাব
559. অঙ্গীকারপত্র লিখিত ও স্বাক্ষরিত হতে হয়-
- প্রস্তুতকারী কর্তৃক
- দেনাদার কর্তৃক
- লেখ্য প্রমানিক কর্তৃক
A,B
560. প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?
- মাসের শুরুতে
- মাসের শেষে
- নোটের সাথে
- নোট ভাঙানোর সময়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।