প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস – জেএসসি-বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 704

অণুজীব

প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস – জেএসসি-বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 704

7031. নিডোরাস্টের কাজ কী?

  1. শিকার ধরা
  2. আত্মরক্ষা
  3. চলন
  4. সবগুলো সঠিক

7032. প্রকৃতির লাঙল কোনটি?

  1. বানর
  2. কেঁচো
  3. ঝিনুক
  4. পাখি

7033. নিচের কোনটি প্রজাতিকে নির্দেশ করে?

  1. কর্ডাটা
  2. ভার্টিব্রাটা
  3. মানুষ
  4. অ্যাম্ফিবিয়া

7034. সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র নেই কোন প্রাণীর?

  1. স্কাইফা
  2. হাঙর
  3. আরশোলা
  4. পিঁপড়া

7035. রায়হান পরীক্ষাগারে ব্যবচ্ছেদের জন্য একটি প্রাণীকে ক্লোরোফরমের মাধ্যমে অচেতন করে। প্রাণীটির প্যারোটিভ গ্রন্থি রয়েছে এবং শীতনিদ্রা সম্পাদনের বৈশিষ্ট্য রয়েছে।

  1. Homo sapiens
  2. Bufo melanostictus
  3. Pereplaneta americana
  4. Rana tigrina

7036. প্রাণীটির ত্বক-

  1. আঁইশবিহীন
  2. নরম
  3. মোটা

7037. প্রাণীটি সাধারণত কোন ঋতুতে প্রজনন ঘটায়?

  1. গ্রীষ্মকাল
  2. বর্ষাকাল
  3. শীতকাল
  4. শরৎকাল

7038. আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?

  1. H2
  2. N2
  3. CO2
  4. SO2

7039. জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে উৎপন্ন যৌগ-

  1. ক্যালসিয়াম অ্যাসিটট
  2. ক্যালসিয়াম কার্বনেট
  3. পানি

7040. চুনাপাথর হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?

  1. CO2
  2. SO2
  3. CI2
  4. H2

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline