প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস – জেএসসি-বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 703
7021. কোন প্রাণীর কঙ্কাল তরুণাস্থিময়?
- হাতুড়ি মাছ
- ইলিশ মাছ
- কুনোব্যাঙ
- টিকটিকি
7022. ক্যারোলাস লিনিয়াস একজন-
- প্রকৃতি বিজ্ঞানী
- পদার্থবিদ
- রসায়নবিদ
- গণিতবিদ
7023. নিচের কোনটির দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত?
- ফিতা কৃমি
- যকৃত কৃমি
- কেঁচো কৃমি
- তারামাছ
7024. বৈজ্ঞানিক নাম লেখা হয়-
- ল্যাটিন ভাষায়
- গ্রীক ভাষায়
- ইংরেজী ভাষায়
A,C
7025. কোন পর্বের প্রাণীদের খাদ্য পরিপাকের প্রয়োজন নেই?
- অ্যানেলিডা
- নেমাটোডা
- প্লাটিহেলমিনথিস
- নিডারিয়া
7026. কোন প্রাণীর একটোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে?
- তারামাছ
- হাইড্রা
- স্কাইফা
- ফিতাকৃমি
7027. কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে একাইনোডার্মাটা পর্বের সদস্য হিসেবে চিহ্নিত করবে?
- দেহ সমান তিনটি ভাগে বিভক্ত
- এদের দেহত্বক কাঁটাযুক্ত
- এদের সিলোম বর্তমান
- এরা সকলেই সামুদ্রিক
7028. কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
- অ্যারিস্টটল
- জন রে
- থিওফ্রাস্টস
- ক্যারোলাস লিনিয়াস
7029. ফিতাকৃমির কোন অঙ্গ রেচন ক্রিয়া সম্পাদন করে?
- শিখা কোষ
- দেহ প্রাচীর
- পৌস্টিকনালী
- নেফ্রিডিয়া
7030. কোনটি কেঁচোর চলাচলে সাহায্য কের?
- নালীপথ
- সিটা
- ক্ষণপদ
- অ্যান্টেনা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস - জেএসসি-বিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 703"