প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস – জেএসসি-বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 701

অণুজীব

প্রাণিজগতের-শ্রেণিবিন্যাস – জেএসসি-বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 701

7001. নিচের কোনটি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী?

  1. যকৃতকৃমি
  2. গোলকৃমি
  3. কেঁচো
  4. জোঁক

7002. পেশিবহুল পা কোন প্রাণীটির বৈশিষ্ট্য?

  1. শামুক
  2. চিংড়ি
  3. মানুষ
  4. কুমির

7003. প্রাণিজগতে এ পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত?

  1. ১২ লক্ষ
  2. ১৫ লক্ষ
  3. ১৮ লক্ষ
  4. ২০ লক্ষ

7004. কোন পর্বের প্রাণীরা মানবদেহের জন্য ক্ষতিকর?

  1. নিডারিয়া
  2. কর্ডাটা
  3. নেমাটোডা
  4. পরিফেরা

7005. স্কাইফা কোন পর্বের অন্তর্ভুক্ত?

  1. মলাস্কা
  2. আর্থ্রোপোডা
  3. অসটিকথিস
  4. পরিফেরা

7006. সন্ধিপদী প্রাণীদের কোনো কোনো সদস্য-

  1. ডানার সাহায্যে উড়তে পারে
  2. ফসলের ক্ষতি করে
  3. বহিঃ অন্তঃপরজীবী হিসেবে বাস করে

7007. প্রাণিজগৎকে শ্রেণিবিন্যাস বিদ্যার ভাষায় কী বলা হয়?

  1. কিংডম
  2. সাব কিংডম
  3. জেনাস
  4. স্পিসিস

7008. নেফ্রিডিয়া কী ধরনের কাজ সম্পাদন করে?

  1. পরিবহন
  2. পরিপাক
  3. রেচন
  4. শ্বসন

7009. শ্রেণিবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন-

  1. জন রে
  2. অ্যারিস্টটল
  3. ক্যারোলাস লিনিয়াস

7010. প্রাণী শনাক্তকরণের সর্বোত্তম উপায় কোনটি?

  1. বৈজ্ঞানিক নাম
  2. গণ নাম
  3. পর্ব নাম
  4. শ্রেণিগত নাম

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline