1. জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
Bangladesh is in the massive risk of climate change .
2. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কয়েক দশকের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
It is alarming that a big area of the southern part of Bangladesh will go under water by rising sea level within the few decades.
3. এতে কয়েক কোটি মানুষ উদ্বাস্তু হয়ে পড়তে পারে।
It is estimated that some crore people will be refugee for this..
4. সমুদ্রের এই আগ্রাসন কিভাবে মোকাবিলা করা হবে, সে ব্যাপারে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
And It is the time to take massive preparedness for how to combate this aggression of the sea .
5.অপরিকল্পিত নগরায়ণ এবং জনসংখ্যার নগরমুখী স্রোত ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Effective measures should be taken to stop unplanned urbanisation and the tendency of city bound people .
7. গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।
The rural economy should be consolidated .
8..দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
Importance should be given to build up skilled manpower
9. বাংলাদেশকে মধ্যম বা উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে দ্রুত সমস্যাগুলো মোকাবিলা করতে হবে।
To upgrade Bangladesh as a middle income or developed country , this problems should be solved immediately .
10. পাশাপাশি উন্নয়নের জন্য অপরিহার্য সুস্থ রাজনীতি ও সুশাসন নিশ্চিত করতে হবে।
Besides, Political stability and good governance which are inevitable for development should be ensured .
11. আমরা এসব ক্ষেত্রে বর্তমান সরকারের সঠিক ও সময়মতো পদক্ষেপ আশা করি।
We hope that the Govt. will take the necessary steps in this regard .
0 responses on "প্রথম আলো সম্পাদকীয় (২৮/০৪/২০১৬)"