📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো সম্পাদকীয় (০৬/০৪/২০১৬) পার্ট-২

স্বাস্থ্য অধিদপ্তরকে তৎপর হতে হবে
Health Bureau needs to be observant
জলাতঙ্করোধী টিকার সংকট
Paucity of hydrophobia Vaccine
**********************************************************************

#১ঝালকাঠি জেলার সদর হাসপাতালে এবং জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্করোধী টিকার চরম সংকটের এটি স্বাস্থ্য খাতের অনিয়ম-বিশৃঙ্খলা চিত্রকেই তুলে ধরছে।
The severe scarcity of hydrophobia preventive vaccination delineates the disorder and chaos of three upzilla health complexes and the Sadar Hospital in Jhalokathi district.

#২কুকুরে কামড়ানো রোগীরা এসব জায়গায় এসে টিকা পাচ্ছেন না।
Dog-bite patients are not getting vaccinations here.

#৩ফলে বাইরে থেকে চড়া দামে টিকা কিনতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা।
So, those victims are compelled to buy that vaccine at an exorbitant price.

#৪জলাতঙ্ক রোগ হয় রেবিস ভাইরাসে আক্রান্ত কুকুরের মাধ্যমে।
Hydrophobia occurs from the dogs that have rabies virus.

#৫এই ভাইরাসে আক্রান্ত কোনো কুকুর কোনো ব্যক্তিকে কামড়ালে তিনি রেবিস ভাইরাসে আক্রান্ত হন।
If a dog that bears the virus bites a person , he will be prey to the rabies.

#৬কুকুর কামড় দেওয়ার পর দ্রুত টিকা না নিলে জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকে।
The risk of being attacked by hydrophobia exists if no vaccine is hurriedly taken .

#৭আর একবার জলাতঙ্ক রোগ দেখা দিলে মৃত্যু অনিবার্য।
And death is certain in hydrophobia.

#৮অথচ এই মারাত্মক রোগেরই কিনা টিকা পাওয়া যাচ্ছে না!
Surprisingly, vaccines of this severe disease are not available.

#৯স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিকা চেয়ে চিঠি পাঠানো হলেও তা এখনো এসব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসে পৌঁছায়নি।
The letter of demand, which was sent to the high officials of health bureau, is yet to reach to the hospital and upzilla complexes.

#১০এটা স্রেফ অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি।
It is nothing but the slackness of the officers of the health bureau.

#১১গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ থেকে ৩১ মার্চ দুপুর পর্যন্ত এক সপ্তাহে কেবল সদর হাসপাতালে ৭৭ জন কুকুরে কামড়ানো রোগীকে জলাতঙ্করোধী টিকা দেওয়া হয়েছে।
A report, published in Propthom Alo on Sunday, stated that 77 dog-bite patients were given hydrophobia preventive vaccination at Sadar Hospit in 24 march to 31 march till the mid day,.

#১২এরপর থেকে হাসপাতালে কোনো টিকা নেই।
From then, no vaccine is in store.

#১৩এখন প্রতিদিন গড়ে ৮-১০ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে এলেও তাঁদের টিকা দেওয়া যাচ্ছে না।
The immunization cannot be supplied, though every day,on an average, 8 to 10 dog-bite patients arrive.

#১৪একইভাবে জেলার নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনেক রোগী টিকা দিতে এসে ফিরে গেছেন।
Likewise, many patients are going back empty handed from Nolchiti, Rajapur and Kathaliy upzilla health complex of the district.

#১৫ফলে তাঁরা বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনছেন।
Being incapable of, they are buying medicines at a high price .

#১৬দাম বেশি হওয়ায় দরিদ্র রোগীরা টিকা কিনতে পারছে না।
The poor cannot pay money for that vaccine owing to the soaring charge.

#১৭এখনই স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে তৎপর হতে হবে।
It is time the health bureau had to be watchful in this regard.

#১৮জরুরি ভিত্তিতে ঝালকাঠির হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জলাতঙ্করোধী টিকা সরবরাহ করতে হবে।
Hydrophobia preventive vaccination should be delivered to the Jhalokathi Hospital and Health complex in an urgent basis.

#১৯তা না হলে সেখানে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে একটি মানুষও যদি মারা যায়, তার দায় স্বাস্থ্য অধিদপ্তরকেই বহন করতে হবে।
If a single patient dies of hydrophobia, the charge of that ought to be taken by the health bureau.

********************************************************************
#ভুল খোঁজার জন্য প্রতিটি অনুচ্ছেদকে আলাদা করে দিলাম।
প্রতিটি ভুল, আরও বেশি নির্ভুল হবার প্রেরণা।
ভাবানুবাদে কিছু স্বাধীনতা রয়েছে; যথেচ্ছ ব্যবহার হলে বলবেন।

   
   

0 responses on "প্রথম আলো সম্পাদকীয় (০৬/০৪/২০১৬) পার্ট-২"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved