বাংলাদেশ একটি অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ।
Bangladesh is an economic emerging/potential country.
আমরা সম্প্রতি নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।
In recent time, We have gotten on the status of the low-middle income country.
দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।
The people of the country have come back very strongly.
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
The country has achieved the self-reliant afford in its food security .
তৈরি পোশাকশিল্পে বিশাল সম্ভাবনার দ্বার খুলে গেছে।
A lot of opportunities have been opened in the Readymate Garment Industry .
মোট কথা, বাংলাদেশ আজ সব ক্ষেত্রে এগিয়ে গেছে।
However,Now -a-days Bangladesh has developed in the all sectors.
এর পেছনে দেশের রাজনীতিবিদ, সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।
There is a heartiest contribution of the politicians, the Govt. and the entrepreneurs behind this.
বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অনেক কমে গেছে।
Presently, The price of Fuel has gone down dastrically in the world market .
কেরোসিন, অকটেন, পেট্রলসহ জ্বালানি তেলের দাম তিন ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
The Govt. has decided to reduce of the fuel price including Kerosine, Octen, and petrol in three stage.
এই মুহূর্তে সরকারের উচিত কম মূল্যের জ্বালানির সদ্ব্যবহার করা।
In this moment the Govt. should proper utilize of the low price fuel.
রিজার্ভেশন পদ্ধতিতে দেশের প্রাকৃতিক গ্যাসের মজুত সংরক্ষণ করে রাখা হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
The next generation of the country will be benefited , if the natural gas preserves by the reservation system .
পৃথিবীর অনেক দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী।
The are many countries the world which are very strong in economically ..
এসব দেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে রেখেছে।
And These countries have conserved many natural resources for their next generation.
এখন বাংলাদেশেও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে উদ্যোগী হতে পারে।
And this time also for Bangladesh to take initiative for preserving natural gas.
এ বিষয়ে দেশবাসী সরকারের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করে।
In this regard, the countrymen expect such initiative from the Govt.
0 responses on "প্রথম আলো পত্রিকার মতামত অংশ থেকে"