“১.বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন দ্রুততর হচ্ছে।
Climate change is going faster Day by day.
২. পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।
The temperature is increasing gradually.
৩.মেরু অঞ্চলের বরফ বেশি করে গলছে।
The Ice of the pole region is being melt seriously.
৪.এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
On this account, the sea level is rising as well..
৫.এই সত্যগুলো এখন আর কোনো ধারণাগত বিষয় নয়; বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত সত্য।
Now these facts are not confine in concepts ; these are proved by the reality.
৬. বাংলাদেশ প্রসঙ্গে তেমন কিছু সত্য উঠে এসেছে বুয়েটের দীর্ঘ গবেষণায়।
Such facts about Bangladesh has come to the lime light in BUET’s long research.
৭.তাতে দেখা যায়, ২০৫০ সাল নাগাদ বঙ্গোপসাগরের সুন্দরবন অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দশমিক ৫ মিটার।
According to the research, In the Sundarban part of the Bay of Bengle , the sea level will rise .5 metre in 2050.
৮.এতে সুন্দরবনের ৪২ শতাংশ এলাকা ডুবে যাবে।i
For this , the 42% area of the Sundarban will go under water.
৯.উপকূলীয় ১৯ জেলায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা ডুবে যাবে এবং প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুহারা হবে।
Approximately ,20 thousands square land area will be flooded and 25 lakhs people will be homeless in the 19 coastal districts.
১0.আমাদের বিশ্বাস, এই গবেষণার ফলাফল আমাদের কিছুটা হলেও বোধোদয় ঘটাবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সহায়তা করবে।
And we hope that , the findings of the research will aware us to some extent and will help to take immediate initiatives.
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বাংলাদেশসহ বিশ্বে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। Now-a- Days Information Communication Technology / ICT is very important subject through out the world and there is no exception for Bangladesh.
২. বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসা শুধু নয়, সার্বিক তথ্যপ্রবাহের এক গুরুত্বপূর্ণ অংশ এই আইসিটি।
It has become an essential part for not only to capture the whole world with the fingures but also to transmit the comprehensive Data as well.
৩.আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইসিটির বিকাশ ও বিস্তারের পাশাপাশি দক্ষ প্রশিক্ষক গড়ে তোলা জরুরী।
It is imperative to develop and generalize the ICT sector and build up skilled trainer for making Digital Bangladesh in 2021 .
৪.সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এসব কর্মকা- যে প্রতিবন্ধক হয়ে উঠছে, তা অচিরেই টের পাওয়া যাবে।
These acts of the Govt. have become a hinder to make the country as a digital Bangladesh will come to light with no time.
৫.তথ্যপ্রযুক্তির বিস্তার, বিকাশ ও দক্ষ মানব তৈরিতে যদি কর্মপন্থা নেয়া না হয়, তবে সবই বৃথা ও অর্থহীন।
.If there is no initiative for generalizing and development of ICT and making skilled manpower , the whole project will go in vain and become value less as well.”
0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট - 4"