বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ধূমপান, সড়ক দুর্ঘটনা ও ডায়াবেটিস—এ তিনটি কারণে বিশ্বে প্রতিবছর যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মৃত্যু ঘটে বায়ুদূষণের কারণে।
According to the World Health Organisation, more people die globally every year due to air pollution, than from smoking, road accidents and diabetes combined.

বায়ুদূষণ থেকে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি) নামে শ্বাসতন্ত্রের যে রোগ হয়, তা বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।
Chronic Obstructive Pulmonary Disease (COPD), caused by air pollution, is the third main cause of human deaths worldwide.

আর ২০১২ সালে এই রোগে পৃথিবীতে যে পাঁচটি দেশে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে, বাংলাদেশ তার অন্যতম।

And in 2012, Bangladesh was among the five countries where the highest number of people died of this disease.
কারণ, এ দেশের রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেশি।
Air pollution in capital Dhaka and other cities of the country is extreme.
চিত্রটি যখন এ রকম উদ্বেগজনক, তখন আমাদের জন্য একটা বড় সুখবর বয়ে এনেছে রাজশাহী শহর।

At a time when air pollution is a matter of such critical concern, Rajshahi city brings good tidings to us.
গত শুক্রবার যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে এক প্রতিবেদনে জানিয়েছে, বাতাসে ভাসমান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিহি ধূলিকণার মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে রাজশাহী শহর বিশ্বের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে।

According to the British daily Guardian on Friday, Rajshahi has been the most successful city in the world in bringing down the percentage of harmful dust particles in the air.

যদিও রাজশাহীতে শিল্প-কারখানার অনুপস্থিতির কারণে অন্যান্য শহরের তুলনায় এমনিতেই দূষণ কম থাকার কথা।
As it is, Rajshahi had relatively less pollution due to the absence of mills and factories, but this is a laudable feat.

আমরা রাজশাহী শহরবাসীকে অভিনন্দন জানাচ্ছি।
We congratulate the people of the city.
রাজশাহী শহরের বায়ুদূষণ কমেছে ৬৭ শতাংশ।
Rajshahi’s air pollution was reduced by 67 percent.

কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে।
This was possible due to certain specific steps.
যেমন শহরটির আশপাশের ইটভাটাগুলোর চিমনির উচ্চতা বাড়ানো, বনায়ন, রাস্তার পাশের ফুটপাত কংক্রিট দিয়ে ঘিরে দেওয়া, ব্যাটারিচালিত অটোরিকশার বহুল ব্যবহার, ডিজেলচালিত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ প্রভৃতি।

The height of chimneys in the brick fields near the city were increased, afforestation was carried out, the roads were lined with concrete pavements, battery-run auto-rickshaws were introduced, strict restrictions were imposed on diesel-run vehicles, and more.
রাজশাহীর এই দৃষ্টান্ত থেকে এটা স্পষ্ট যে আন্তরিক প্রয়াস ও সবার সহযোগিতায় ঢাকা মহানগরসহ দেশের অন্য শহরগুলোয়ও বায়ুদূষণ কমিয়ে আনা সম্ভব।

Rajshahi has shown the rest of the cities that air pollution can be reduced with sincere efforts and cooperation of all concerned.
এ বছরের ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকাসহ বাংলাদেশের আটটি শহরের বায়ু স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর, যেগুলোর মধ্যে রাজশাহীও ছিল।

A report published on 22 January this year in Prothom Alo listed eight cities of the country that had the most harmful air pollution.
Along with capital city Dhaka, Rajshahi had been on the list.
তারপর রাজশাহীর কৃতিত্ব বৈশ্বিক স্বীকৃতি পেল বাতাসের ধূলিকণা সর্বাধিক মাত্রায় কমানোর জন্য।

It certainly goes to Rajshahi’s credit that it won global recognition for drastic reduction in air pollution.
তবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম—এসব অত্যন্ত জনবহুল ও শিল্পঘন শহরগুলোর বাতাসে ক্ষতিকর মিহি ধূলিকণা ছাড়াও বিপজ্জনক মাত্রায় কার্বন মনো-অক্সাইড, সিসা, নাইট্রোজেন অক্সাইডসহ অনেক ক্ষতিকর দূষণকারী পদার্থ রয়েছে।

In the densely populated Dhaka, Gazipur, Narayanganj and Chittagong, along with the harmful dust particles there is also high percentages of carbon monoxide, lead, nitrogen oxide and other harmful pollutants.
এগুলো কমানোর জন্যও জোরালো উদ্যোগ নিতে হবে।
Initiatives are required to reduce the presence of these pollutants in the air.
সেসব উদ্যোগ হতে হবে আরও ব্যাপক, কঠোর ও নিরবচ্ছিন্ন।
These initiatives must be extensive, forceful and pervasive.

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline