📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলোর সম্পাদকীয় (০৪/০৩/২০১৬)

ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক রায়
Exemplary verdict on rape case
ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার এক তরুণী ও তাঁর গর্ভজাত সন্তানকে ন্যায়বিচার প্রদানের যে মহতী উদ্যোগ আদালত নিয়েছেন, তা একটি মাইলফলক নজির হতে পারে।
The exemplary initiative taken by the court regarding a Feni schoolgirl rape case, has ensured justice for the victim and her infant.
এর আগে চট্টগ্রামের একটি আদালত এক রায়ে এক তরুণীকে ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের ভার রাষ্ট্রকে নিতে নির্দেশ দিয়েছিলেন।
Earlier, a court in Chittagong ordered the state to bear all expenses in bringing up the child of a young rape victim.
আমাদের ফৌজদারি বিচারব্যবস্থায় ক্ষতিপূরণের এটি এখনো যথেষ্ট উপেক্ষিত।
In our system of criminal justice, the aspect of compensation is much overlooked.
বিশ্বের অনেক দেশে ক্ষতিপূরণ প্রদানে সরকারি কর্তৃপক্ষরয়েছে।
In many countries of the world, the government authorities ensure compensation.
যেমন, ইংল্যান্ডে ক্রিমিনাল ইনজুরিস কমপেনসেশন অথরিটি রয়েছে।
In England there is the criminal insurance compensation authority.
বুধবার ক্যারোলিন নামের ধর্ষণের শিকার এক নারীকে ৩০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন আদালত।
A woman name Caroline, victim of rape, was awarded 30 thousand pounds by the court.
আমাদের দেশে ক্রমবর্ধমান খুন ও ধর্ষণের লাগাম টানতে অপরাধীকে কেবল কারাদণ্ড প্রদান করাই যথেষ্ট নয়, তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।
To control the unabated killings and rapes in our country, not only should the perpetrators be put behind bars, but they should be forced to pay compensation too.
ফেনীর এই ঘটনায় ধর্ষণের দায়ে অভিযুক্ত পলাতক আসামি তৌহিদুল কথিতমতে দেশান্তরিত হয়েছেন, কিন্তু দেশে তাঁর সহায়সম্পদ রয়েছে।
In the Feni rape case, the accused Touhidul has reportedly fled the country. But he has property and assets.
সুতরাং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার এটি বাস্তবে ভুক্তভোগী তরুণীর জন্য তেমন কোনো সান্ত্বনা বয়ে আনার কথা নয়।
His sentence of life imprisonment cannot really bring solace to the victim.
এটাও পরিতাপের বিষয় যে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ার আট বছরের বেশি সময় পরে এই ঘৃণ্য অপরাধের বিচার হলো।
It is also a matter of regret that the trial of the case took place eight years after the charges were filed.
শিশুটির ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে তার ভরণপোষণের দায়িত্ব নিতে বলার এটিও গুরুত্বপূর্ণ।
Ordering upkeep for the child till it reaches 18 years of age is a significant step.
এখন পলাতক আসামির জন্য বাধ্যকর যেসব রয়েছে, তা প্রতিপালনের এটি সহজ নয়।
It will not be easy to get the absconding accused person to carry out this responsibility.
আইন প্রয়োগকারী সংগঠন যদি ভুক্তভোগী মা ও ছেলের পাশে না দাঁড়ায়, তাহলে আদালতের রায় কেবল কাগজপত্রের বিষয় হিসেবেই থেকে যাবে।
If the law enforcement agency doesn’t stand by the mother and son, the court’s verdict will mean nothing.
সুতরাং আমরা আশা করব, হতভাগ্য মা-ছেলের জীবনে ন্যায়বিচারের সুফল যাতে মেলে, সেটা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থাকে পাশে দাঁড়াতে হবে।
The district administration and other agencies must come forward to ensure the hapless other and son actually benefit from justice.
আদালতের এখতিয়ার বা কোনো আইনি প্রশ্ন যেন তাঁদের জীবনে নতুন কোনো জটিলতা বয়ে না আনে।
Legal questions should not ensnare them further.
ধর্ষণ মামলার এই রায় অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
This verdict may remain as an exemplary precede

   
   

0 responses on "প্রথম আলোর সম্পাদকীয় (০৪/০৩/২০১৬)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved