ইশিখন.কম এ প্রতিটি পোস্টের জন্য ৫০ পয়েন্ট থেকে ১০০ পয়েন্টে উন্নীত করা হল। নতুন যেসকল ব্লগার, টিউনার কিংবা লেখকগণ ইশিখন.কম এ লিখবেন, সবাইকে প্রতিটি পোস্টের জন্য ১০০ পয়েন্ট করে দেওয়া হবে। এছাড়াও কারো পোস্টে যদি ৫,০০০০+ ভিজিটর হয়, তবে ঔই লেখক পাচ্ছেন বোনাস ১,০০০ পয়েন্টস।
অফারটি সীমিত সময়ের জন্য