প্যাটার্ন – জেএসসি গণিত । কুইজ মডেল টেস্ট অনুশীলন
5781. “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
- গ. সা. গু.
- ল. সা. গু.
- প্যাটার্ন
- ভুল তথ্য
5782. আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জুড়ে আছে কোনটি?
- পটন
- প্যাক্টন
- প্যাটার্ন
- অপটার্ন
5783. ৮,১৫, ২২, ২৯,….সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
- 4
- 7
- 8
- 23
5784. ২০, ২৩, ২৬, ২৯,…. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত?
- 2
- 3
- 13
- 43
5785. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
- 11
- 21
- 28
- 111
5786. ১-১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- ২টি
- ৪টি
- ৫টি
- ১০টি
5787. ৩, ৮, ১৩, ১৮,……তালিকার-
- সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
- সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
- পরবর্তী সংখ্যা হবে ২৩
B,C
5788. (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,… হলে ১০ম পদ কত?
- 42
- 43
- 44
- 45
5789. ২,৪,৮,১৬,৩২,….সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
- প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
- প্রতিবারে তিনগুণ হচ্ছে
- প্রতিবারে চারগুণ হচ্ছে
- প্রতিবারে পাঁচগুণ হচ্ছে
5790. ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়?
- 42
- 40
- 36
- 34
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্যাটার্ন - জেএসসি গণিত । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 579"