পৌরনীতি-ও-সুশাসন-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 884
8831. পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়-
- সামাজিক মূল্যবোধ
- আইন
- স্বাধীনতা ও সাম্য
A,B,C
8832. মানুষের আচার আচরণ মূল্যায়নের বিজ্ঞান কোনটি?
- পৌরনীতি
- অর্থনীতি
- নীতিশাস্ত্র
- সমাজকর্ম
8833. সিভিসি’ ও ‘সিভিটাস’ শব্দের অর্থ যথাক্রমে-
- দেশ ও রাষ্ট্র
- রাষ্ট ও নগর
- নাগরিক ও নগররাষ্ট্র
- নগররাষ্ট্র ও নাগরিক
8834. কোন এটি নাগরিকতা বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেয়?
- সমাজবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- পৌরনীতি ও সুশাসন
- নীতিবিজ্ঞান
8835. বিশ্বব্যাংক কর্তৃক LPTS রিপোর্টটি কখন রচিত হয়?
- ১৮৮৯ সালে
- ১৯৮০ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৮৯ সালে
8836. প্রাচীন নগররাষ্ট্রে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত?
- মহিলা
- মহিলা ও পুরুষ
- পুরুষ
- মহিলা ও দাসদাসী
8837. ক’ দেশের ‘গ’ নামক একটি রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে সরকার গঠন করে। ‘গ’ দলের কর্মীরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকার অন্যায় কাজে তাদের জড়িয়ে পড়লেও সরকার প্রশাসনিকভাবে তাদের প্রতিরোধের ব্যবস্থা নেয় না। অন্যদিক বিরোধী ‘খ’ দলের কর্মীদের অহেতুক মামলার জড়িয়ে হয়রানি করতে থাকে।উদ্দীপকের শাসক দলের মাঝে কিসের অভাব প্রকটভাবে প্রস্ফুটিত হয়েছে?
- শৃঙ্খলাবোধ
- পক্ষপাতিত্ব
- দক্ষতা
- সুশাসন
8838. উদ্দীপকের ‘গ’ দলের কর্তব্য হলো-
- সকলের মাঝে সুশাসন প্রতিষ্ঠা করা
- নিজ দলের কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত করা
- জনগণের মাঝে পার্থক্য তৈরি না করা
A,C
8839. আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোতে রাষ্ট্র কর্তৃক পরিচালিত হচ্ছে-
- সমবায় আন্দোলন
- ফুটপাত বাণিজ্য
- বাজার নিয়ন্ত্রণ
A,C
8840. পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সমাজবিজ্ঞান অপেক্ষা-
- বিস্তৃত
- সংকীর্ণ
- ব্যাপক
- অনেক বেশি বিস্তৃত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পৌরনীতি-ও-সুশাসন-পরিচিতি - এইচএসসি-পৌরনীতি-1-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 884"