পৃথিবী-ও-মহাকর্ষ – জেএসসি-বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 806
8051. নিচের কোনটির মান বস্তু নিরপেক্ষ?
- সময়
- দূরত্ব
- অভিকর্ষজ ত্বরণ
- বেগ
8052. বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণকে কী বলে?
- শক্তি
- ক্ষমতা
- ভর
- নিউটন
8053. কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হল-
- ওজন
- ত্বরণ
- বেগ
- ভর
8054. শুষ্ক কোষে অ্যানোড কোনটি?
- কপার
- জিংক
- লৌহ
- ম্যাগনেসিয়াম
8055. রবির ভর ১০ kg হলে ওজন কত?
- ৯.৮ নিউটন
- ৯৮ নিউটন
- ৯৮০ নিউটন
- ৯৮০০ নিউটন
8056. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
- মেরু অঞ্চলে
- বিষুবীয় অঞ্চলে
- পৃথিবীর কেন্দ্রে
- ক্রান্তীয় অঞলে
8057. অভিকর্ষজ ত্বরণ-
- স্থান নিরপেক্ষ হলেও বস্তু নিরপেক্ষ নয়
- বস্তুর ভরের ওপর নির্ভর করে না
- পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভর করে
B,C
8058. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
- মহাকর্ষ
- অভিকর্ষ
- অভিকর্ষজ ত্বরণ
- মহাকর্ষীয় ধ্রুবক
8059. কোনটির কারণে একটি বস্তুর ওজনের তারতম্য ঘটে?
- পৃথিবীর আকৃতির জন্য
- পৃথিবীর বার্ষিক গতির জন্য
- তাপমাত্রার জন্য
- বস্তুর ভরের জন্য
8060. বস্তুর ভর-
- অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল
- স্থান নিরপেক্ষ
- একক কিলোগ্রাম
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৃথিবী-ও-মহাকর্ষ - জেএসসি-বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 806"