পৃথিবী-ও-মহাকর্ষ – জেএসসি-বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 805
8041. পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
- বিষুবীয় অঞ্চলে
- ক্রান্তীয় অঞ্চলে
- মেরু অঞ্চলে
- পৃথিবীর কেন্দ্রে
8042. অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে?
- পৃথিবীর ভর
- বস্তুর ভর
- তাপমাত্রা
- চাপ
8043. দূরত্ব বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন ঘটে?
- বৃদ্ধি পায়
- সমান থাকে
- সমানুপাতে বৃদ্ধি ঘটে
- বর্গের ব্যাস্তানুপাতে হ্রাস ঘটে
8044. কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
- পৃথিবীর কেন্দ্রে
- চাঁদে
- বিমানে
- মঙ্গলগ্রহে
8045. কোন ক্ষেত্রে দুটি বস্তুকরণার মধ্যে আকর্ষণ বল বেশি হয়?
- ভর কম হলে
- দূরত্ব বেশি হলে
- ওজন বেশি হলে
- ভর বেশি হলে
8046. নীল আর্মস্ট্রংয়ের ভর ৭০ কেজি। তিনি ১৯৫৭ সালে প্রথম মানব হিসেবে চাঁদে অবতরণ করার গৌরব অর্জন করেন।
- ৫৮৮ নিউটন
- ৬৮৬ নিউটন
- ৪৯০ নিউটন
- ৬৯০ নিউটন
8047. চাঁদে আর্মস্ট্রংয়ের ওজন কত?
- ১১৪.৩৩ নিউটন
- ৩৪৩ নিউটন
- ১৮৬ নিউটন
- ১২৮৬ নিউটন
8048. নীল আমস্ট্রংয়ের-
- চাঁদে ওজন ৩৪৩ নিউটন
- চাঁদের ভর ৭০ kg
- ওজন চাঁদে অপেক্ষাকৃত কম
B,C
8049. অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়-
- বার্ষিক গতির জন্য
- আহ্নিক গতির জন্য
- পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের জন্য
B,C
8050. এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণকে কী বলে?
- ভর
- ওজন
- ত্বরণ
- মহাকর্ষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৃথিবী-ও-মহাকর্ষ - জেএসসি-বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 805"