এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 147
1465. ১৯৪৭ সালে প্রথমে কোনটি ঘটেছিল?
- পাকিস্তান প্রতিষ্ঠা নিশ্চিত হওয়া
- গণ আজাদী লীগ প্রতিষ্ঠা
- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা
- করাচির শিক্ষা সম্মেলন
1466. পাকিস্তানের স্বধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন-
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- চৌধুরী খালিকুজ্জামান
- ড. জিয়াউদ্দিন আহমদ
- কোনটিই নয়
B,C
1467. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাঁরা ভাষার জন্য জীবন দেন তাঁদের মধ্যে অন্যতম হলেন-
- আব্দুল জব্বার
- মতিউর রহমান
- শফিউর রহমান
- উপরের সবগুলো
A,C
1468. ব্রিটিশরা ভারতবর্ষকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। এ বিভক্তির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ছিল কোন তত্ত্বের?
- বিকেন্দ্রীকরণ তত্ত্ব
- কেন্দ্রীকরণ তত্ত্ব
- দ্বিজাতি তত্ত্ব
- বহুজাতিক তত্ত্ব
1469. পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
- শাসকদের সঙ্গে আঁতাত
- মাতৃভাষা বাংলাকে রক্ষা
- সামরিক শক্তি অর্জন
- বুদ্ধিবৃত্তিক আন্দোলন
1470. ভাষা আন্দোলন কীভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল?
- পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে আগাম ধারণা প্রাপ্তির মাধ্যমে
- ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানিদের সাথে গোপন চুক্তি হয়
- একুশের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছে
- ভাষা আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শক্তি যুগিয়েছে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা ১মপত্র “পদ্য- প্রাণ”
এসএসসি বাংলা ১মপত্র “গদ্য- মানুষ মুহাম্মদ (স.)”
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 147"