পিথাগোরাসের-উপপাদ্য – জেএসসি-গণিত-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 699
6981. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 48 বর্গ সে. মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 সে. মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত সে. মি.?
- 12
- 16
- 18
- 24
6982. একটি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে. মি., 4 সে. মি. ও 5 সে. মি. হলে-
- ত্রিভুজটি সমকোণী
- সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 সে. মি. ও 4 সে. মি.।
- ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে না।
A,B
6983. বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.। এতে একটি কর্ণ অঙ্কন করলে কর্ণটির দৈর্ঘ্য কত সে. মি. হবে?
- 4
- 4√2
- 16
- 16√2
6984. ABC ত্রিভুজের AB = AC, ∠A = ∠900 হলে ∠B = কত?
- 400
- 450
- 500
- 600
6985. কত শতাব্দীতে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিরূপণ করেন?
- ষষ্ঠ শতাব্দী
- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দী
- সপ্তত শতাব্দী
- অষ্টম খ্রিষ্টপূর্ব
6986. কোনটির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায়?
- দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে
- দুইটি বর্গের সাহায্যে
- তিনটি সূক্ষ্মকাণী ত্রিভুজের সাহায্যে
- ট্রাপিজিয়ামের সাহায্যে
6987. ΔABC ও ΔDEF-এ-
- ∠B = ∠E = 900 হলে ত্রিভুজ দুইটি সমকোণী।AB = DE
- AC = FD এবং ∠B + ∠C = 900 ও ∠F + ∠E = 900 হলে ত্রিভুজদ্বয় পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে।AB = DE = 5 সে.মি.
- DF = AC = 12 সে. মি. এবং BC = EF = 13 সে. মি. হলে এটি BC2 = DE2 + AC2 । সুত্রকে মেনে চলে।”;}}
A,B,C
6988. কম খরচে পণ্য সরবরাহ করার ব্যবস্থাকে কী বলে?
- জিএস
- জিপিএস
- জিপিআরএস
- জিআরএস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পিথাগোরাসের-উপপাদ্য - জেএসসি-গণিত-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 699"