পিথাগোরাসের-উপপাদ্য – জেএসসি-গণিত-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 698
6971. সমকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূলকোণ?
- একটিও না
- একটি
- দুইটি
- তিনটি
6972. সমকোণী ত্রিভুজের কয়টি কোন সমকোণ?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
6973. ABC ত্রিভুজের AC2 = AB2 + BC2 হলে কোনটি সমকোণ হবে?
- ∠A
- ∠B
- ∠C
- ক ও খ উভয়ই
6974. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 600 অন্য সূক্ষ্মকোণের মান নিচের কোনটি?
- 300
- 350
- 400
- 450
6975. ΔABC এর ∠C সমকোণ হলে অতিভুজ কোনটি?
- BC
- AC
- AB
- CA
6976. পিথাগোরাস কোন ত্রিভুজ নিযে প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিরুপণ করেন?
- সূক্ষ্মকোণী ত্রিভুজ
- সমকোণী ত্রিভুজ
- স্থূলকোণী ত্রিভুজ
- বিষমকোণী ত্রিভুজ
6977. সমকোণী ত্রিভুজে কয়টি উচ্চতা থাকে?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
6978. 21 মি. দীর্ঘ দন্ডায়মান একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 7 মি. হলে গাছটির শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?
- 12
- 17
- 22
- 25
6979. সমকোণী ত্রিভুজের-
- বৃহত্তম বাহুই অতিভুজ
- সমকোণের বিপরীত বাহু অতিভুজ
- কোনো কোণই সমকোণ নয়
A,B
6980. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পরস্পর কীরূপ?
- সমান
- সমান্তরাল
- পূরক
- সম্পূরক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পিথাগোরাসের-উপপাদ্য - জেএসসি-গণিত-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 698"