পিথাগোরাসের-উপপাদ্য – জেএসসি-গণিত-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 694
6931. কোনো সমকোণী ত্রিভুজের পরিসীমা 2 + √2 ও একটি কোণ 450 হলে ক্ষেত্রফল কী হবে?
- 1/2 বর্গ . মি.
- 1/4 সে. মি.
- 1/2 সে. মি.
- √2 বর্গ সে. মি.
6932. পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি হলো কোন ত্রিভুজের ভিত্তিতে?
- সূক্ষ্মকোণী ত্রিভুজ
- সমকোণী ত্রিভুজ
- স্থূলকোণী ত্রিভুজ
- সরলকোনী ত্রিভুজ
6933. ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1: 1 : √2 । ত্রিভুজটি কোণ ধরনের?
- সমকোণী
- সূক্ষকোণী
- স্থূলকোণী
- বিষমবাহু
6934. সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি কত?
- 900
- 1800
- 750
- 1000
6935. সমকোণী ত্রিভুজের তিনকোণের সমষ্টি কত ডিগ্রি?
- 900
- 1800
- 1200
- 2700
6936. পিথাগোরাস কোন দেশের দার্শনিক ছিলেন?
- গ্রিক
- রাশিয়া
- ইংল্যান্ড
- ইংরেজ
6937. কোনটির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় না?
- (a – b)2
- (a + b)2
- (a – b)3
- দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ
6938. ΔABC এর AC অতিভুজ হলে সমকোণ কোনটি হবে?
- ∠ABC
- ∠BAC
- ∠CAB
- ∠ACB
6939. চাঁদার 900 থেকে 1800 রেখাংশের দৈর্ঘ্য √41 সে. মি. ও উচ্চতা 5 সে. মি. হলে উক্ত ক্ষেত্রে চাঁদার ভূমির দৈর্ঘ্য কত সে. মি. হবে?
- 4
- 5
- √14
- 5√2
6940. ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1: 1 : √2 হলে, ত্রিভুজের একটি কোণের মান কত হবে?
- 300
- 450
- 600
- 1000
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পিথাগোরাসের-উপপাদ্য - জেএসসি-গণিত-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 694"