📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

পরীক্ষা দেয়া নিয়ে কিছু কথা বলি

পরীক্ষা দেয়া নিয়ে কিছু কথা বলি——

চাকুরীর পরীক্ষার প্রস্তুতির বই এর কোন শেষ নেই , অনেক বই পড়াও লাগেনা । আপনি যেকোনো একটা বই থেকে মোটামুটি ভালোভাবে স্টাডি করে ফেলুন । পরীক্ষায় সব না পেরেও ভালো করা যায় , যদি আপনি নিজে যেটি জানেন সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারেন । নিজের স্টাডি করা জ্ঞানের ওপর আস্থা রাখুন । আরে ভাই বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রশ্ন দেখুন না… দেখবেন এমনিতেই অনেক কিছু আপনি পারেন । জাস্ট basicথেকেই পারবেন । পরীক্ষা তো আসলে কঠিন না, আমরা নিজেরা গল্প করতে করতে কঠিন বানিয়ে ফেলি । অল্প স্টাডি করবেন এবং সেটাই পরীক্ষাতে প্রয়োগ করবেন । খুব বেশি স্টাডি করলে মাথা গরম হয়ে অতি অর্জিত জ্ঞান বাষ্প আকারে মাথা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । আপনার স্টাডি টা হবে প্রতিটা বিষয়ের ওপর মোটামুটি দক্ষ আপনি এই টাইপ, আর পরীক্ষাতে পারার মত প্রশ্নগুলো আগে উত্তর করে ফেলুন, ঝামেলাপূর্ণ প্রশ্নগুলো পরে উত্তর করবেন । damncare ভাবে পরীক্ষা দিবেন, হলে হবে নাহলে নাই,এমন মনোভাব রাখুন । মোটামুটি অনার্স এর পর আপনি প্রায় ৫ বছর নানান চাকুরীতে পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন । এটা ভাবুন, দেখবেন আজাইরা দুশ্চিন্তা কমে যাবে । আদাজল খেয়ে লেগে থাকলে দেখবেন একটা না একটাতে হয়েই গেছে । অল্পে কখনো হতাশ হবেন না, অল্পতে যারা হতাশ হয় তাদের জন্য খুব বেশি ভালো করাটা একটু কঠিনই হয় । এতো ভাবেন কেন, এতো চিন্তা করেন কেন, এতো নানান লোকের কথায় কান দেন কেন , আপনিও যেটি সেও তো তাই, তাইনা ?? আপনার কাছে বই আছে, আপনার গাইডলাইন হিসেবে যেখানে পরীক্ষা দিচ্ছেন সেখানকার বিগত বছরের প্রশ্ন আছে , কত সময় পরীক্ষা হয়, কোথায় সিট পরে সবই জানা আপনার, এখন শুধু স্টাডি করে যান । সকল দিকে খেয়াল বাদ দিয়ে আগে ৩৫-৪০ দিন সময় নিয়ে নিজেকে সকল পরীক্ষার জন্য মোটামুটি তৈরি করে ফেলুন না । দেখবেন হাল্কা লাগছে অনেকটা । যত জটিলভাবে সবকিছুকে নিবেন তত জটিল লাগবে আপনার কাছে । think easy be easy. cz exam is easy . easy পরীক্ষাগুলোতে কত পড়ুয়া স্টুডেন্টরা জটিল ভাবে পরীক্ষা দিচ্ছে তার ইয়ত্তা নেই । পারার মত প্রশ্ন ভুল করার একটাই কারন , সবকিছুকে জটিলভাবে নেয়া । বেশি সিরিয়াস হবেন না, হাল্কা ভাবে প্রশ্নগুলোকে দেখুন দেখবেন সহজ লাগছে । নানান মুনির নানান মত, কি দরকার মুনিদের মতাদর্শে চলার, নিজের মত করে প্রস্তুতি নিন । আমি যখন ঢাকা ভার্সিটি তে পরীক্ষা দেই পদার্থ বিজ্ঞান প্রশ্নের ৩০ টির মধ্যে ৬-৭ টি প্রশ্ন বেশ জটিল ছিল, আমার এক বন্ধু পরীক্ষা শেষে বারবার বলতেছিল দোস্ত ফিজিক্স এতো কঠিন প্রশ্ন আসছে না, কিচ্ছু পারিনাই, আমি বললাম ৬-৭ টি কঠিন ছিল বাকিগুলা কি দোষ করছে ? ২২ পাবি নাহলে ২০ তো পাবি ১২ /১৩ পাবি কেন ? আসলে সে যেটি করেছিল কঠিন প্রশ্নগুলো নিয়ে মাথা গরম করে পরে সহজ গুলোও পারেনি । একটি পরীক্ষার প্রশ্নে কঠিন প্রশ্নগুলো এমনভাবে সেট করা হয় সহজ প্রশ্নের মাঝে মাঝে , ওগুলো নিয়ে যে মাথা ঘামাবে তার পরীক্ষা খারাপ হবার সম্ভাবনা তত বাড়বে । যদি আপনার যেকোনো পরীক্ষার প্রশ্নের প্রথম ৭ টি প্রশ্ন কঠিন থাকে বাদ দিন না সেগুলো, ৮ নং থেকে উত্তর শুরু কর । কি দরকার পরীক্ষা টাকে খারাপ বানানোর । আগে যেটি পারুন উত্তর করে ফেলুন ।পরীক্ষায় সিরিয়াস হওয়া ভালো কিন্তু বেশি সিরিয়াস হলে পরীক্ষাতে ডুবানোর সম্ভাবনা বাড়ে । আপনার স্টাডি যদি মোটামুটি হয় আর আত্মবিশ্বাস যদি ভালো থাকে দেখবেন প্রশ্ন যেমনিই হোক পরীক্ষা ভালো হবে । মনে রাখবেন যেকোনো পরীক্ষা আসলে nothing but a psychological game. যারা কোন প্রেশার কেই প্রেশার মনে করেনা , যারা confident, ektu daring,ektu damncare but উত্তর করার ক্ষেত্রে alert এদের যেকোনো প্রশ্নে পরীক্ষা ভালো হবার সম্ভাবনা বেশি । প্রতিটা বিষয় ৭ দিন করে সময় নিয়ে আগে ঠিক করে নিন সেই বিষয়ের কি কি পড়ার মত আছে বা কি কি সাধারনত পরীক্ষায় আসে সেগুলো আপনার মন যেটি চায়, যেকোনো বই থেকে স্টাডি করে ফেলুন । সবাই এক বই স্টাডি করে সফল হয় এমন তো নয় বিষয়টা তাইনা ???? কি আর বলব , এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না । কোন নির্দিষ্ট কিছু নিয়ে লেখার থাকলে জানাবেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করব । ভালো থাকবেন সবাই । good luck guys.

আরেকটি কথা , আমি পেশা পরিবর্তন কেন করেছি, কেন এখানে, কেন ওখানে না এসব অনেকে অনেকবার জিজ্ঞেস করেছেন ,করেন এবং করবেন । তাদের জন্য ২টি কথা ভাই প্রথমত –আমি অনেক অনেক অনেক অনেক অনেক অনেকবার এই উত্তর দিতে দিতে ক্লান্ত, পরিশ্রান্ত এবং সবশেষে কিছুটা উদভ্রান্ত । ভাই প্রতি বছর মেডিকেলে পড়ে কতজন ডাক্তার permanently দেশের বাইরে চলে যাচ্ছে সেটা কি আপনার ধারনা আছে ? ওদের নিয়ে তো আপনার কোন চিন্তা দুশ্চিন্তা দেখছিনা , আমিতো দেশেই আছি, দেশের হয়েই কাজ করছি, হয়তোবা আরও বড় পরিসরে । আপনাদের জ্ঞাতার্থে জেনারেল ক্যাডারে ডক্টরদের আসাটা নতুন কিছু নয়, জেনারেল সিভিল সার্ভিসে বহুত সিনিয়র স্যার রা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের জন্য যাদের background মেডিক্যাল । দ্বিতীয়ত প্লিজ আমাকে নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবুন । আমি জাস্ট টুকটাক লিখছি যদি আপনাদের সামান্য হলেও কাজে আসে এই ভেবে । ভালো থাকবেন সবাই । tc

আরো পড়ুন:

বিসিএস প্রিলিমিনারি MCQ পরীক্ষায় উত্তর করার ধরণ নিয়ে কিছু কথা

বিজ্ঞান ও প্রযুক্তির প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অল্প কথা

বিসিএস লিখিত প্রস্তুতি ::: ইংরেজি রচনা; Quality Education

   
   

0 responses on "পরীক্ষা দেয়া নিয়ে কিছু কথা বলি"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved