পরিমাপ – জেএসসি-গণিত-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 631
পরিমাপ :
6301. ২৫০ ডেসিমিটারে কত মিটার?
- ২০ মিটার
- ২৫ মিটার
- ৫২ মিটার
- ৫০০ মিটার
6302. জমির পরিমাপ-
- ১ কাঠা = ৮০ বর্গগজ।
- ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)।
- ১ একর = ৩ বিঘা।
A,B
6303. ৮ ফার্লং = কত মাইল?
- ১ মাইল
- ২ মাইল
- ৮০ মাইল
- ৮০০ গজ
6304. ৪ কিলোমিটারে কত মিটার?
- ৪ মিটার
- ১৪ মিটার
- ৪০০ মিটার
- ৪০০০ মিটার
6305. কম ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?
- কিলোগ্রাম (কে. জি.)
- মিটার
- হেক্টোগ্রাম
- গ্রাম
6306. ১ মগ পানি = ৫ ডেসিলিটার হলে, ৪ মগ পানি সমান কত লিটার?
- 1
- 2
- 3
- 4
6307. ১১০০ গজ সমান কত ফার্লং?
- 5
- 4
- 3
- 2
6308. ২ মেট্রিক টন ডাল ২০০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি ডাল পাবে?
- 8
- 10
- 12
- 14
6309. নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি ছোট?
- মিটার
- সেন্টিমিটার
- মিলিমিটার
- কিলোমিটার
6310. একটি জমির ক্ষেত্রফল ২ এয়র। মিটারে প্রকাশ করলে তা কত বর্গ মিটার হবে?
- 150
- 200
- 250
- 300
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরিমাপ জেএসসি গণিত কুইজ মডেল টেস্ট অনুশীলন - 631"