পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 747

অণুজীব

পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 747

7461. পরিবেশের বাস্তুতন্ত্রে ক্রিয়াশীল থাকে-

  1. অজীব উপাদান
  2. সজীব উপাদান
  3. উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া

7462. সুন্দরবনের বনভূমির মাটি-

  1. বেলে
  2. কর্দমাক্ত
  3. বেলে-দোআঁশ
  4. দোআঁশ

7463. সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়?

  1. খাদ্যশৃঙ্খল
  2. খাদ্যজাল
  3. খাদক
  4. বিয়োজক

7464. জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের?

  1. ২ ধরনের
  2. ৩ ধরনের
  3. ৪ ধরনের
  4. ৫ ধরনের

7465. উক্ত ঘটনার ফলে-

  1. বাঘের খাদ্যেভাব দেখা দিবে
  2. বাঘের সংখ্যা কমে যাবে
  3. বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে

7466. পরিবেশের সজীব উপাদানের বেঁচে থাকা নির্ভর করে কিসের ওপর?

  1. অজৈব ও জৈব উপাদান
  2. অজৈব ও ভৌত উপাদান
  3. জৈব ও খনিজ উপাদান
  4. অজৈব ও প্রাকৃতিক উপাদান

7467. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?

  1. খাদক
  2. বিয়োজক
  3. সর্বভূক
  4. মানুষ

7468. কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক?

  1. উৎপাদক
  2. বাস্তুতন্ত্র
  3. পুষ্টিদ্রব্য
  4. বিয়োজক

7469. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?

  1. ফাইটোপ্ল্যাঙ্কটন
  2. শামুক
  3. বাঘ
  4. বক

7470. বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত?

  1. খাদক
  2. উৎপাদক
  3. অজীব
  4. জীব

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline