পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 746
7451. বাস্তুতন্ত্রের জীব উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
7452. কোনটি উৎপাদক?
- ব্যাকটেরিয়া
- ছত্রাক
- শৈবাল
- ভাইরাস
7453. বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি?
- ছত্রাক
- ব্যাপকটেরিয়া
- খাদক
- সবুজ উদ্ভিদ
7454. যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসাবে ব্যবহার করে তাদের কী বলা হয়?
- উৎপাদক
- খাদক
- বিয়োজক
- খাদ্য
7455. দ্বিতীয় স্তরের খাদক নিচের কোনটি?
- পাখি
- গরু
- সাপ
- ছাগল
7456. জোয়ার ভাটার কারণে সুন্দরবনের মাটি কীরূপ হয়?
- কম লবণাক্ত
- অধিক লবণাক্ত
- কম ক্ষারীয়
- অধিক ক্ষারীয়
7457. পুকুরের বাস্তুসংস্থানে অজীব উপাদান কোনটি?
- পানি
- উৎপাদাক
- ফািইটোপ্লাঙ্কটন
- শাপলা
7458. মানুষ যখন মাংস খায় তখন মানুষ কোন স্তরের খাদক?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- খ ও গ উভয়
7459. বাস্তুতন্ত্র প্রধান কয়টি উপাদান নিয়ে গঠিত?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
7460. বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক রয়েছে?
- ২ ধরনের
- ৩ ধরনের
- ৪ ধরনের
- ৫ ধরনের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র - জেএসসি-বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 746"