পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 753
7521. বাস্তুতন্ত্রে সকল প্রাণী নিচের কোনটির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল?
- সালোকসংশ্লেষণ
- শ্বসন
- প্রস্বেদন
- অভিস্রবণ
7522. কোন স্তরর খাদক মাংসাশী নামে পরিচিত?
- ১ম স্তরের
- ২য় স্তরের
- ৩য় স্তরের
- শিকারী প্রাণী
7523. পানিতে ভাসমান জীবদের কী বলে?
- পদ্ম
- হাইড্রিলা
- ব্যাকটেরিয়া
- প্ল্যাঙ্কটন
7524. কোন বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের পরিধি ছোট?
- পুকুর
- নদ-নদী
- সমুদ্র
- বনভূমি
7525. যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে কী বলা হয়?
- বিয়োজক
- ছত্রাক
- ব্যাক্টেরিয়া
- মৃতজীবী
7526. প্রথম স্তরের খাদকেরা তৃণভোজী নামে নামে পরিচিত কেন?
- খাদ্যশৃঙ্খলের শুরুতে তৃণ থাকে
- এরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে
- এরা খাদ্যশৃঙ্খলে আবদ্ধ থাকে
- এরা খাদ্যজালে আবদ্ধ থাকে
7527. সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত-
- রাজশাহী
- বগুড়া
- মাগুরা
- খুলনা
7528. বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে?
- খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
- খাদ্যজালের মাধ্যমে
- খাদ্য পিরামিডের মাধ্যমে
- উৎপাদকের মাধ্যমে
7529. তৃতীয় স্তরের খাদক হল-
- মানুষ
- বক
- কচ্ছপ
A,B,C
7530. ফাইটোপ্লাঙ্কটন কোনটি?
- ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল
- ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা
- ছোট ছোট মাছ
- বিভিন্ন ধরনের জলজ উদ্ভিজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র - জেএসসি-বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 753"