“পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান” এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট – 1468

 

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট – 1468

14671. যোজন ব্যান্ডে সৃষ্ট গর্ত বা হোলের চার্জ কিরূপ?

  1. ধনাত্মক
  2. ‌ঋণাত্মক
  3. নিরপেক্ষ
  4. ধনাত্মক অথবা ঋণাত্মক

14672. 1 byte=?

  1. 7 b1t
  2. 8 b1t
  3. 9 b1t
  4. 6 b1t

14673. ব্যান্ড তত্ত্ব দ্বারা যেসব পদার্থের আচরণ ব্যাখ্যা করা যায়-

  1. অপরিবাহী
  2. পরিবাহী
  3. অর্ধপরিবাহী
  4. কোনটিই নয়

14674. বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজ পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ-

  1. বৃদ্ধি পায়
  2. দ্রুত বৃদ্ধি পায়
  3. কম বৃদ্ধি পায়
  4. প্রায় স্থির থাকে

14675. জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি?

  1. চারটি
  2. পাঁচটি
  3. ছয়টি
  4. সাতটি

14676. বর্তনীতে প্রযুক্ত বিভব হৃাস-বৃদ্ধি করা হয় কীসের সাহায্যে?

  1. পরিবর্তনশীল রোধ
  2. পরিবর্তনশীল বিভব
  3. অ্যামিটার
  4. ভোল্টমিটার

14677. কোনটি অন্তরক পদার্থ?

  1. তামা
  2. রূপা
  3. ইবোনাইট
  4. অ্যালুমিনিয়াম

14678. যখন একটি ডায়োডে সম্মুখী ঝোঁক প্রয়োগ করা হয় তখন হোল ও ইলেকট্রনের পুনর্মিলনে সৃষ্টি হতে পারে-

  1. তাপ
  2. আলো
  3. বিকিরণ
  4. উপরের সবগুলো

14679. যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?

  1. নিষিদ্ধ অঞ্চল
  2. শূন্য অঞ্চল
  3. শক্তি অঞ্চল
  4. নিরাপদ অঞ্চল

14680. অর্ধতরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে p-n জংশনে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?

  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

আরো পড়ুনঃ

বাংলাদেশের সংবিধান

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর

এইচএসসি “পদার্থবিজ্ঞান ১মপত্র” মডেল টেস্ট 

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline