পরমাণুর-গঠন – জেএসসি-বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 801
8001. অক্সিজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে?
- পাঁচটি
- ছয়টি
- সাতটি
- আটটি
8002. নিউক্লিয়াসে থাকে-
- ধনাত্মক আধান
- ঋণাত্মক আধান
- সমগ্র ভর
A,B,C
8003. ভর সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
- P
- A
- Z
- R
8004. পরমাণুর স্থায়ী কণিকা হলো-
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
A,B,C
8005. পদার্থের ক্ষুদ্র কণা কয় প্রকার?
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
8006. রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
- কক্ষপথ
- সৌরজগত
- ছায়াপথ
- নীহারিকা
8007. হিলিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান?
- 2টি
- 3টি
- 4টি
- 5টি
8008. পদার্থ কী দ্বারা গঠিত?
- বৃহত্তম কণা
- ক্ষুদ্রতম কণা
- অলীক বস্তু
- সূর্য রশ্মি
8009. নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত?
- ইলেকট্রন
- নিউক্লিয়াস
- ফাঁকা স্থান
- আংশিক ভর
8010. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
- 1
- 2
- 3
- 4
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরমাণুর-গঠন - জেএসসি-বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 801"