পরমাণুর-গঠন – জেএসসি-বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 798
7971. দুটি আইসোটোপের-সমান নয়।
- পারমাণবিক সংখ্যা
- ভর সংক্যা
- ইলেকট্রন সংখ্যা
- রাসায়নিক ধর্ম
7972. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?
- 6
- 7
- 8
- 9
7973. হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
- 1
- 2
- 3
- 0
7974. হাইড্রোজেনের বেশির ভাগ পরমাণুর ভরসংখ্যা কত?
- 1
- 2
- 3
- 4
7975. স্থিতিশীলতা লাভের জন্য ক্লোরিন পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে?
- 1টি
- 2টি
- 3টি
- 4টি
7976. পটাসিয়াম N শেলে কয়টি ইলেকট্রন আছে?
- ১টি
- ২টি
- ৬টি
- ৮টি
7977. কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
- 8টি
- 9টি
- 16টি
- 18টি
7978. A,B,C পর্যায় সারণীর ৩টি মৌল। মৌল তিনটির ভৌত অবস্থা গ্যাসীয়। এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8, 17 ও 18।
- ক্লোরিন
- ব্রোমিন
- নিয়ন
- আর্গন
7979. মৌলত্রেয়ের ক্ষেত্রে-
- A ও B দ্বিপরমাণুক
- প্রথম দুটির ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কাঠামো লাভ করে
- C মৌলটি নিষ্ক্রিয় প্রকৃতির
A,C
7980. আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয়?
- অক্সিন
- জিবেরেলিন
- সাইটোকাইনিন
- অ্যাবসিসিক এসিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরমাণুর-গঠন - জেএসসি-বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 798"