পরমাণুর-গঠন – জেএসসি-বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 796
7951. কোন মৌলের সর্বশেষ ২য় শক্তিস্তরে ৭টি ইলেকট্রন আছে?
- ক্লোরিন
- ফ্লোরিন
- ব্রোমিন
- সালফার
7952. পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
- প্লেটো
- অ্যারিসস্টটল
- বার্জেলিয়াস
- থিওডোর সোয়ান
7953. টিট্রিয়ামের ভর সংখ্যা কত?
- 1
- 2
- 3
- 4
7954. নিউট্রন আবিষ্কার করেন-
- নিউটন
- গ্যালিলিও
- মার্কনী
- চ্যাডউইক
7955. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
- ঋণাত্মক কণাটি ভরহীন
- পরমাণুকে ভাঙ্গা যায়
- পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
A,C
7956. ক্যাটায়নের চার্জ কেমন?
- রিপেক্ষ
- ঋণাত্মক
- ধনাত্মক
- শূন্য
7957. পরমাণুর সবটুকু ভর কোথায় কেন্দ্রীভূত?
- ইলেকট্রন
- প্রোটনে
- নিউক্লিয়াসে
- নিউট্রনে
7958. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকে?
- 2
- 8
- 18
- 32
7959. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?
- L
- M
- N
- O
7960. অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ-
- নিরবচ্ছিন্ন
- অবিভাজ্য
- ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরমাণুর-গঠন - জেএসসি-বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 796"